|| ডেস্ক রিপোর্ট ||
বছর দুয়েক আগে মাহিশ থিকশানাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় সেই মৌসুমে খেলা হয়নি রহস্যময় এই স্পিনারের। পরের মৌসুমে অর্থাৎ গত আসরে থিকশানাকে দলে ভিড়িয়েছিল বার্বাডোজ রয়্যালস। তবে জাতীয় দলের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) না খেলে শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ খেলেছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যার ফলে গত মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি থিকশানা। তবুও ২০২৪ সিপিএলের জন্য তাকে রিটেইন করেছে বার্বাডোজ। অর্থাৎ দুই মৌসুম পর সিপিএলে খেলতে দেখা যাবে তাকে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন থিকশানা।
লঙ্কান এই স্পিনারের সঙ্গে সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক এবং ডেভিড মিলারকেও ফিরিয়েছে বার্বাডোজ। গত মৌসুমে তাদের দলে নিলেও কোন ম্যাচ খেলতে পারেননি তারা দুজন। প্রোটিয়া এই দুই ক্রিকেটারকে ছাড়া ১০ ম্যাচের মাঝে মাত্র তিনটিতে জয় পেয়েছিল বার্বাডোজ। যেখানে ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের পাঁচে ছিল তারা।
মিলার ও ডি ককের পাশাপাশি স্পিনার কেশভ মহারাজকেও দলে টেনেছে দলটি। আইপিএলের গত মৌসুমে তাদেরই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। বিদেশি ক্রিকেটার মাঝে বার্বাডোজের হয়ে খেলবেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। দেশি ক্রিকেটারদের মাঝে রিটেইন করা হয়েছে রভম্যান পাওয়েল। বর্তমানে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
মিডল অর্ডারে দলের শক্তি বাড়াতে পারেন রভম্যান। অলরাউন্ডার হিসেবে তার সঙ্গে যোগ দিচ্ছেন জেসন হোল্ডার। যদিও বর্তমানে চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাইরে আছেন। ১৪ ক্রিকেটারের মাঝে রাকিম কর্নওয়াল এবং ওবেদ ম্যাককয়কেও রিটেইন করেছে তারা। ৩০ আগস্ট শুরু হওয়া সিপিএল শেষ হবে ৭ অক্টোবর।
বার্বাডোজ রয়্যালসের স্কোয়াড: রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, মাহিশ থিকশানা, অ্যালিক আথানাজে, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, কেভিন উইকহ্যাম, কেশভ মহারাজ, রাকিম কর্নওয়াল, এনইম ইয়ং, রিভালদো ক্লার্ক, রেমন সিমন্ডস।