সিপিএল

সেন্ট লুসিয়ার হয়ে সিপিএলে খেলবেন ক্লাসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:28 বৃহস্পতিবার, 06 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৩ সালের পর থেকে টি-টোয়েন্টিতে আগুনে ফর্মে রয়েছেন হেনরিখ ক্লাসেন। চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকায় হওয়া এসএ২০ লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজের সেরা ছন্দ ধরে রেখেছিলেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ৪৭৯ রান করেছিলেন তিনি। ২০২৩ সালের পর থেকে টি-টোয়েন্টিতে ১৭৬.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন ক্লাসেন। এমন ছন্দে থাকা ব্যাটারকে এবার দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএ)। সেন্ট লুসিয়া কিংসের হয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তিনি।

দ্বিতীয়বারের মতো সিপিএলে খেলতে যাচ্ছেন ক্লাসেন। এর আগে ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলেছিলেন। যেখানে ৫ ম্যাচে ১১৮ রান করেছিলেন তিনি। সাউথ আফ্রিকার বিধ্বংসী এই ব্যাটারের সঙ্গে সেন্ট লুসিয়ার হয়ে সিপিএলে খেলবেন আফগানিস্তানের রিস্ট স্পিনার নূর আহমেদ।

সিপিএলের ড্রাফটের আগে নিজেদের ১২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে সেন্ট লুসিয়া। স্কোয়াডের বাকি পাঁচটি জায়গা
জুলাইয়ে হতে যাওয়া ড্রাফট থেকে পূরণ করা হবে। বিদেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে ফাফ ডু প্লেসি, নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসে এবং শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশেকে।

দেশি ক্রিকেটার ক্রিকেটার সেন্ট লুসিয়ার হয়ে খেলবে জনসন চার্লস, আলজারি জোসেফ, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড এবং খেরি পিয়েরে। এদিকে পেসার শ্যাডার্ক ডেসকার্ট ও মেকেনি ক্লার্ককে রিটেইন করা হয়নি। বিদেশি হিসেবে ছেড়ে দেয়া হয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, শন উইলিয়ামস ও ক্রিস সোলকে।

গত মৌসুমে ডু প্লেসির চোটে বিকল্প হিসেবে খেলা কলিন মুনরোকে রিটেইন করেনি সেন্ট লুসিয়া। সবশেষ আসরে সেরা চারে উঠলেও এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা। আগামী ৩০ আগস্ট পর্দা উঠে ২০২৪ মৌসুমের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।