|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি ভারত। আইরিশদের মাত্র ৯৬ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে রোহিত শর্মার দল। ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন হার্দিক। ম্যাচ শেষে বিশ্ব ক্রিকেটে নিজেদের উপস্থিতির জানান দেন এই অলরাউন্ডার।
আইরিশদের বিপক্ষে ম্যাচে পুরো গ্যালারি জুড়ে ছিল ভারতীয় দর্শকদের আধিক্য। সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান খরচায় তিন উইকেট নিয়ে দলের জয়ে বিশাল ভূমিকা রাখেন হার্দিক। ম্যাচ শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।
হার্দিক বলেন, ‘মাঠে এত দর্শক দেখাটা বেশ আনন্দদায়ক। আমরা ভারতীয়রা সব জায়গায়। আমরাই বিশ্বকে শাসন করছি। তাদের সমর্থন পেয়ে আমরা গর্বিত।’
কিছুদিন আগেও আইপিএলে ভয়ঙ্কর সময় পার করেছেন হার্দিক। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও বাজে সময় কাটিয়েছেন তিনি। তার দল ১০ দলের মধ্যে ১০ নম্বরে থেকে আসর শেষ করে। ব্যাট-বল হাতেও খুব বাজে সময় কাটান হার্দিক।
আসরে ১৪ ম্যাচে ২১৬ রান করেছেন তিনি। গড় মাত্র ১৮। স্ট্রাইক রেট ১৪৩.০৫। আর বল হাতে নিয়েছেন কেবল ১১ উইকেট। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে তিনি থাকবেন কিনা সেটা নিয়েও ছিল জল্পনা-কল্পনা।
তবে ধীরে ধীরে পারফরম্যান্স করেই ফর্মে ফিরেন হার্দিক। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানে জিতেছে ভারত। এই ম্যাচে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এরপর দারুণ বোলিংয়ে আইরিশদেরও হারিয়ে দিলেন।
ম্যাচ শেষে এই অলরাউন্ডার আরও বলেন, ‘দেশের হয়ে খেলাটা সবসময়েই গর্বের। আক্সার প্যাটেল দারুণ ফিল্ডিং করেছে। দারুণ ক্যাচ নিয়েছে সে।’