টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলিকে ওপেনিং করাও অথবা দল থেকেই বাদ দাও: হেইডেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 সোমবার, 03 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে নয় এখনও আলোচনা চলছে ভারতের একাদশ কী হবে তা নিয়ে। বিশেষ করে বিরাট কোহলিকে ওপেনিং করানো হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাতে আছে তিনটি বিকল্প। রোহিত অবধারিতভাবেই ওপেনিং করবেন। তার সঙ্গী হওয়ার দৌড়ে আছেন ইয়াসভি জায়সাওয়াল, বিরাট কোহলি ও সাঞ্জু স্যামসন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনিং করেছেন স্যামসন।

যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি। মাত্র ১ রান করেই আউট হয়েছিলেন। প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি জায়সাওয়ালের আর কোহলির। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখনও ধোঁয়াশা কাটেনি ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে।

সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন মনে করেন কোহলিকে ওপেনিংয়ে নামা উচিত নাহলে তাকে দলে রাখারই দরকার নেই। এর কারণ হিসেবে কোহলির দুর্দান্ত ফর্মের কথা বলেছেন। আইপিএলের সর্বশেষ আসরে ১৫ ইনিংসে ৭৪১ রান করেছেন তিনি।

তাই তাকে ওপেনিংয়ে নামানোর পরামর্শ দিয়ে হেইডেন বলেছেন, ‘আপনাকে বাঁহাতি–ডানহাতি সমন্বয় করতে হবে। আপনি টানা ৫ জন ডানহাতি রাখতে পারবেন না। অস্ট্রেলিয়া তাহলে তো জাম্পাকে নিয়ে আসবে আক্রমণে। কোহলিকে ওপেন করতে হবে অথবা সে আমার দলে খেলবেই না। সে দুর্দান্ত ফর্মে আছে।’

এদিকে রোহিতকে ভার্সেটাইল ব্যাটার আখ্যা দিয়েছেন হেইডেন। তিনি মনে করেন যেকোনো পজিশনেই ব্যাটিং করতে পারেন রোহিত। তার মিডল অর্ডারেও ব্যাটিংয়ের দক্ষতা রয়েছে। ব্যাটিং লাইনআপে যেকোনো জায়গাতেই রোহিত নেতৃত্ব দিতে পারেন বলে ধারণা এই অজি ক্রিকেটারের।

তিনি বলেছেন, ‘রোহিত বৈচিত্র্যময় একজন খেলোয়াড়। সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে। টি–টোয়েন্টিতে সে চার নম্বরে ব্যাটিং করেও সফল হয়েছে। মিডল অর্ডারের শুরু থেকে নেমে সে ব্যাটিং লাইনআপকে নেতৃত্ব দিতে পারে।’