ডিপিএল

মুর্শিদা-সোবহানার জোড়া সেঞ্চুরিতে মোহামেডানের রেকর্ড ৩৯২

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:56 বৃহস্পতিবার, 23 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির জোড়া সেঞ্চুরিতে নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মোহামেডান। ৩ উইকেট হারিয়ে ৩৯২ রান তোলার দিনে মুর্শিদা অপরাজিত ১৭৯ এবং সোবহানা খেলেছেন ১২৮ রানের ইনিংস। রেকর্ডগড়া দলীয় রানের পর গুলশান ইয়ুথ ক্লাবকে মাত্র ১৪১ রানে আটকে দিয়েছেন রুমানা আহমেদ, সালমা খাতুনরা। ২৫১ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়া মোহামেডান।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক সালমা। আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু পায় তারা। মোহামেডানকে ভালো শুরু এনে দেয়ার কাজটা সামনে থেকে করেছেন জাসিয়া আক্তার। কাশ্মীরের এই ওপেনার দ্রুত গতিতে রান তুলতে থাকেন। মুর্শিদা ও জাসিয়ার ব্যাটে পাওয়ার প্লেতে কোন ‍উইকেট না হারিয়ে ৮৮ রান তোলে মোহামেডান। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দারুণ ছন্দে থাকা জাসিয়া।

আরেক ওপেনার মুর্শিদা পঞ্চাশ ছুঁয়েছেন ৫৫ বলে। হাফ সেঞ্চুরি পাওয়ার পর গুলশানের বোলারদের উপর চড়াও হতে থাকেন জাসিয়া। ফলে সেঞ্চুরি পাওয়ার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। ফারিয়া আক্তারের বলে ফেরার আগে চারটি ছক্কা ও ১১টি চারে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন জাসিয়া। কাশ্মীরের এই ওপেনারের বিদায়ে ভাঙে মুর্শিদার সঙ্গে তার ১৩৫ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নামা সোবহানাকে সঙ্গে নিয়ে মোহামেডানকে এগিয়ে নিতে থাকেন মুর্শিদা। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার ১১৫ বলে সেঞ্চুরি করেছেন।

এর আগে অবশ্য ৫৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন সোবহানা। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন তারা দুজন। শেষ ওভারে গিয়ে ফারিয়ার বলে আউট হয়েছেন ১০১ বলে ১২৮ রান করা সোবহানা। তবে ১৫৭ বলে ১৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুর্শিদা। মেয়েদের লিগে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। তাদের দুজনের ব্যাটেই মূলত ৩৯২ রানের পাহাড়সম পুঁজি পায় মোহামেডান। এমন পুঁজিতে ২০২২-২৩ মৌসুমে বিকেএসপির ৩২১ রানের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে তারা। গুলশানের হয়ে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন ফারিয়া।

পাহাড়সময় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান ইয়ুথ। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন জুরাইয়া ফেরদৌস। তরুণ এই উইকেটকিপার ব্যাটার আউট হয়েছেন ৭ রানে। এরপর একে একে বিদায় নিয়েছেন নিপা আক্তার, একা মল্লিক, ববিতা মিনা, শারমিন আক্তার ছোঁয়া, ফালগুনি বন্যারা। শেষদিকে সান্দিহা ইসলাম আশার ৩২ এবং সুরাইয়া আজমীমের ২৯ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মোহামেডানের হয়ে রুমানা নিয়েছেন তিনটি উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম, সালমা ও সাবেকুন নাহার।