|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের ড্রাফটে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার নাম দিলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন কেবল তাসকিন আহমেদ। ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে খেলবেন ডানহাতি এই পেসার। এদিকে তাসকিনের আগেই অবশ্য দলে পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
কদিন আগে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে আসা বাঁহাতি এই পেসারকে ড্রাফটের আগেই দলে নিয়েছে ডাম্বুল্লা থান্ডার্স। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটির আইকন ক্রিকেটার হিসেবে এলপিএলে খেলবেন মুস্তাফিজ। ১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
ড্রাফট শেষে ৫ দলের চূড়ান্ত স্কোয়াড-
ডাম্বুলা থান্ডার্স- মুস্তাফিজুর রহমান, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, দুশান হেমন্থ, প্রাভিন জয়াবিক্রমা, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনাঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, ইফতিখার আহমেদ, নুয়ান্দো ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রানেশ সিলভা, সোহান ডি লাভারিয়া, হাসমতউল্লাহ জাজাই, করিম জানাত, আসেলা গুনারত্নে, লাহিরু মাদুশকা, রুসান্ডা গামাগে, মিথু জয়াবিক্রমা, আয়ানা সিরিবর্ধনে, সোনাল দিনুশা, হায়দার আলী এবং সান্তুষ গুনাথিলাকা।
কলম্বো স্ট্রাইকার্স- তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনাঞ্জয়া, শাদাব খান, গ্লেন ফিলিপস, চামিকা গুনাসেকারা, দুনিথ ওয়াল্লালাগে, রহমানুল্লাহ গুরবাজ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন ড্যানিয়েল, গারুকা সংকেত, মাথিশা পাথিরানা, শেহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইশিথা ভিজেসান্দারা, মুহাম্মদ ওয়াসিম, আল্লাহ গাজানফার।
গল মার্ভেলস- ভানুকা রাজাপাকশা, লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, অ্যালেক্স হেলস, জানিথ লিয়াগে, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আর্চাসিঙ্গে, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, শন উইলিয়ামস, জাহর খান, মালশা থারুপাথি, ইসুরু উদানা, ধনাঞ্জয়া লাকশান, পাসিন্দু সোরিয়াবান্দারা, সাদেশা রাজাপাকশা, মোহাম্মদ সিরাজ, কাভিন্দু নাদিশান, মুজিব উর রহমান, চামিন্দু ভিজেসিঙ্গে, জেফ্রি ভ্যানডারসে, ইউরি কোত্থাগোদা।
জাফনা কিংস- কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিশ্বনাথ, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, রাইলি রুশো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনাঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন বেহেনডর্ফ, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, ভিশাদ রান্দিকা, লাহিরু সামারাকুন, বিনুজা সাহান, এসান মালিঙ্গা, অ্যালেক্স রস, আহান বিক্রমাসিংহে, মারভিন অবিনাশ, আরুল প্রাগাসাম, পাথুম নিশানকা, নিশান মাদুশঙ্কা, থিসান ভিথুশান, নিসালা থারাকা।
বি-লাভ ক্যান্ডি- ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, কাইল মেয়ার্স, আসেন বান্দারা, দীনেশ চান্দিমাল, দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুনারত্নে, মোহাম্মদ হাসনাইন, চামাধ গোমেজ, পবন রত্নায়েক, চাতুরাঙ্গা ডি সিলভা, কাভিন্দু পাথিরাত্নে, লাকশান সান্দাকান, সাম্মু আসান, আজম খান, সালমান আলী আঘা, মোহাম্মদ আলী এবং কাসুন রাজিথা।