জিম্বাবুয়ে ক্রিকেট

টি-টোয়েন্টি থেকে অবসরে উইলিয়ামস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 রবিবার, 12 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। এবার বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে ইতি টানলেন জিম্বাবুয়ের এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে খেলা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটাই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ হয়ে থাকল।

বাংলাদেশের বিপক্ষে খুলনায় ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছিল ৪৩ রানে। অবশ্য নিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে উইলিয়ামসের দল জিম্বাবুয়ে।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে উইলিয়ামস নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, 'খুব সম্ভবত এটাই আমার শেষ ম্যাচ ছিল। অবসর নিয়ে নেব।'

অবশ্য বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামস। নিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার। অবশ্য বল হাতে ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। অবশ্য বাংলাদেশকে জিম্বাবুয়ে এদিন আটকে দিয়েছিল ১৫৭ রানে।

এরপর জিম্বাবুয়ে ৯ বল হাতে রেখেই জয় পেয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। ব্যাট হাতে ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৬৯১ রান করেছেন তিনি। কোনো সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি রয়েছে তার ১১টি।

অসংখ্য ম্যাচে বল হাতেও জিম্বাবুয়েকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ের সময়টা ভালো যাচ্ছে না। তারা ২০১৯ বিশ্বকাপের পর ২০২৩ বিশ্বকাপেও খেলার সুযোগ পায়নি। খেলা হচ্ছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও।