|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির দারুণ এক রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন নর্থ জোনের এই ওপেনার। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের নাম লিখেছেন তিনি। তার সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে আট উইকেটে হারিয়েছে নর্থ জোন।
মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম শতক এখন হাবিবুর রহমানের। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডেতে এই রেকর্ড গড়েন নর্থ জোনের উদ্বোধনী ব্যাটার হাবিবুর।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। এই অসাধারণ রেকর্ড গড়ার পথে ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল মাশরাফির। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
হাবিবুরের সেঞ্চুরির ম্যাচে মাত্র ২৪.৪ ওভারে জিতে যায় নর্থ জোন। তানজিদ হাসান তামিম করেন ২৫ বলে ৩৪ রান। আব্দুল্লাহ আল মামুন ৩৭ বলে ২০ এবং অমিত হাসান ২৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
এর আগে সেন্ট্রাল জোনের হয়ে ৯৯ বলে মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৬৭ রান। ৮৫ বলে ৪৭ রান করেন সাইফ হাসান। নর্থ জোনের হয়ে ৪১ রান খরচায় চার উইকেট নেন শহিদুল ইসলাম।