|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে প্রথম দিন আলো ছড়িয়েছেন সেন্ট্রাল জোনের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এই উইকেটরক্ষক ব্যাটার ৯৫ রানের ইনিংস খেলেছেন। ডানহাতি এই ব্যাটারের এই ইনিংসে ভর করে ইস্ট জোনকে ২৩ রানে হারিয়েছে সেন্ট্রাল জোন। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছিল সেন্ট্রাল জোন। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে থেমেছে ইস্ট জোনের ইনিংস।
বৃষ্টির কারণে ইস্ট জোনের ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৭ ওভারে। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি ইস্ট জোন। দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন মাত্র ৪ রান করে। ওয়ান ডাউনে নামা শাহাদাত হোসেন দিপু ২১ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা জাকির হাসান ৩৮ রান করে আউট হয়েছেন।
ভালো শুরু পেয়েছিলেন মুমিনুল হক। যদিও হাফ সেঞ্চুরির আগে ব্যক্তিগত ৪৭ রানে তাকে সাজঘরে ফিরতে হয়েছে। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে এসেছে ২১ রান। এরপর ইস্ট জোনের ব্যাটিং টেনেছেন কেবল ইয়াসির আলী চৌধুরি। তিনি এক প্রান্ত আগলে রেখে ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন।
যদিও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরের ব্যাটারদের মধ্যে ইরফান শুক্কুরের ২৭ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। সেন্ট্রাল জোনের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও নাজমুল ইসলাম অপু। একটি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম, সাইফ হাসান, আবু হায়দার রনি ও জেহাদুল হক।
এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের হয়ে ওপেনিং জুটিতে ৩৫ রান যোগ করেন সাদমান ইসলাম ও নাইম শেখ। সাদমান ১২ রান করে ফিরে গেলেও ২ রানের আক্ষেপে পুড়েছেন নাইম। তিনি ৪৮ রান করে আউট হয়েছেন। অধিনায়ক সাইফ হাসান আউট হয়েছেন ২৮ রান করে।
মাঝের ওভারগুলোতে সেন্ট্রাল জোনের ইনিংস টানেন নাঈম ইসলাম ও অঙ্কন। চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন ১৩৯ রান। এমন জুটিতেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত হয়ে যায় দলটির। নাইম হাফ সেঞ্চুরি তুলে আউট হয়েছেন ব্যক্তিগত ৫৫ রানে। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা অঙ্কন আউট হন ৮৬ বলে ৯৫ রান করে।
দুই সেট ব্যাটার অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে আরিফুল ইসলাম ও শুভাগত হোম মিলে দলকে টেনেছেন। আরিফুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪ বলে ২৩ রান করে। ইস্ট জোনের হয়ে ৩টি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি উইকেট পেয়েছেন রেজাউর রহমান রাজা ও একটি করে উইকেট নিয়েছে নাসুম আহমেদ ও মাহমুদুল হাসান জয়।