|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। এমন একজন অলরাউন্ডারকে না পেয়ে স্বস্তিতে নেই বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাকিবের মতো একজন ক্রিকেটারের শূন্যতা পূরণ করা সম্ভব নয়।
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছেন সাকিব। সেই সঙ্গে চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে একজন স্পিনার বা পেসার নিয়ে সাকিবের বোলিং শূন্যতা পূরণ করবে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শূন্যতা নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের।
এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, 'সে আমাদের লম্বা সময় সার্ভিস দিয়েছে। যখন আপনার সাকিবের মতো সামর্থ্যের মতো একজন থাকবে , যে বিশ্বসেরা অলরাউন্ডার, যে দুইজন প্লেয়ার মতো অবদান রাখতে পারে, তার মতো একজনের শূন্যতা পূরণ করা কঠিন। আমরা অবশ্যই চাই তার বোলিংয়ের শূন্য জায়গাটা পূরণ করতে একজন স্পিনার বা পেস বোলার নিয়ে। ব্যাটিংয়ে আমরা তাকে মিস করবো এবং তার নেতৃত্বও। তাই এটা কঠিন।'
এরই মধ্যে সাকিবের বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে নিয়েছে বাংলাদেশ। তিনি পুনেতে দলের সঙ্গে যোগও দিয়েছেন। তবে সাকিবের মতো অলরাউন্ডারের বিকল্প হিসেবে একজন ব্যাটার কতটা শূন্যতা পূরণ করতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে হাথুরুসিংহের।
বিজয় আসায় স্বস্তি পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেছেন, 'আমি স্বস্তি? না, আমি একেবারেই স্বস্তিতে নেই। কারণ আমি আমার অধিনায়ককে হারিয়েছি। আমি স্বস্তিতে থাকতে পারি না। তবে বিজয়ের মতো অভিজ্ঞ কাউকে বিকল্প হিসেবে পাওয়াটা ভালো ব্যাপার।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার আশা এখনও ঝুলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প ব্যবধানে হারেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসকে হারতেই হবে। এমন সমীকরণ মাথায় রেখেই অজিদের মোকাবেলা করবে বাংলাদেশ।
সমীহের সুরে হাথুরুসিংহে বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। বিশ্বকাপের ইতিহাসে তারাই সবচেয়ে সফল দল। তারা খুবই ভালো দল, তারা পেশাদার হিসেবেই প্রস্তুতি নিয়েছে, তারা সত্যিই পেশাদার দল, ভালো ক্রিকেট খেলছে। তারা ধীরে শুরু করেছে কিন্তু তারা এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।'