বিসিএল

ফাইনালেও সাদমানের ব্যাটে সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:03 শনিবার, 04 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে ছন্দে না থাকায় গত বছর টেস্ট দল থেকে জায়গা হারিয়েছিলেন সাদমান ইসলাম। স্কোয়াড থেকে জায়গা হারানোর পর চোটের কারণে থাকতে হয় ক্রিকেটের বাইরে। চোট কাটিয়ে ফিরলেও নিজের সেরা ছন্দে ছিলেন না বাঁহাতি এই ওপেনার। এনসিএলে দুটি হাফ সেঞ্চুরি পাওয়া সাদমান নিজেকে জানান দেন ভারত ‘এ’ বিপক্ষে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে।

এবার বিসিএলে নিজের ব্যাটিং ঝলক দেখালেন তিনি। তৃতীয় রাউন্ডের পর বিসিএলের ফাইনালেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৩৪ রানের পুঁজি পেয়েছে বিসিবি সাউথ জোন। সাদমানকে সঙ্গ দেয়া ফজলে মাহমুদ রাব্বি অপরাজিত রয়েছেন ৫৫ রানে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাউথ জোনের অধিনায়ক ফজলে মাহমুদ। ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাদমান ও পিনাক ঘোষ। খানিকটা ধীরগতিতেই ব্যাটিং করেন তারা দুজন। দলের রান পঞ্চাশ হওয়ার আগে অবশ্য তাদের জুটি ভাঙে।

হাসান মুরাদের বলে লেগ বিফোর উইকেটে ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন পিনাক। দুই চারে তার ব্যাট থেকে এসেছে ৭৫ বলে ১৬ রান। তিনে নেমে সাদমানকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি এনামুল হক বিজয়। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ৪১ বলে ২৩ রান করে। আবু হায়দার রনির বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়।

অমিত হাসান আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তাকে বোল্ড করেছেন মুরাদ। অমিতের বিদায়ের পর আবু হায়দারের বলে লং অন দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরি তুলৈ নেন সাদমান। হাফ সেঞ্চুরি পেতে বাঁহাতি এই ওপেনারের খেলতে হয়েছে ১০৯ বল। অমিত বিদায়ের পর ফজলে মাহমুদকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন সাদমান।

ফজলে মাহমুদ দেখেশুনে খেললেও হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন সাদমান। তবে সেঞ্চুরির কাছে গিয়ে খানিকটা সময় নেন তিনি। শরিফুল্লাহর বলে ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে তিন রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। ২১৪ বলে সেঞ্চুরি করা সাদমান সঙ্গ দিতে থাকেন ফজলে মাহমুদকে।

শেষ বিকেলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন সাউথ জোনের অধিনায়ক। শুভাগত হোমের বলে আউটসাইড এজ হয়ে বল থার্ডম্যানে গেলে একরান নেন ফজলে মাহমুদ। তাতে ১৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে বিসিএল ফাইনালের প্রথম দিন শেষ করেন সাদমান ও ফজলে মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সাউথ জোন- ২৩৪/৩ (৯০ ওভার) (সাদমান ১৩০*, ফজলে মাহমুদ ৫৫*, বিজয় ২৩, পিনাক ১৬; মুরাদ ২/৬৯, আবু হায়দার ১/৪২)