|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অমিত হাসানের সেঞ্চুরি এবং ফজলে মাহমুদ রাব্বির হাফ সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ২৪৬ রান তুলেছে বিসিবি সাউথ জোন। এতে শেষ দিনের আগে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে ২৭৬ রানের বিশাল লিডও দিয়েছে সাউথ জোন।
আগের দিনই ২৮৩ রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। জবাবে তৃতীয় দিনের শুরুটা একটুও ভালো করতে পারেনি সাউথ জোন। স্কোর বোর্ডে মাত্র ২৮ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে দলটি।
ইনিংসের চতুর্থ ওভারে মুশফিক হাসানের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান পিনাক ঘোষ। ফেরার আগে তিন রান করেন তিনি। এরপরের ওভারেই ফিরে যান সাদমান ইসলাম।
আবু হায়দার রনির বলে উইকেটরক্ষক জাকের আলীকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই দফায় রানের খাতাই খুলতে পারেননি। ১২ বল খেলে শূন্য রানে ফিরে গেছেন তিনি।
উইকেটরক্ষক এনামুল হক বিজয়ও রনির শিকারে পরিণত হন। ১৮ বলে ১৫ রান করে তিনি ক্যাচ দেন মুশফিক হাসানকে। তারপর ১৯২ রানের জুটি গড়েন অমিত এবং রাব্বি। এই জুটিতেই এগিয়ে যেতে থাকে সাউথ জোনের ইনিংস।
অধিনায়ক রাব্বি সেঞ্চুরির কাছাকাছি গিয়ে মুশফিক হাসানের বলেই ফিরে যান। আইচ মোল্লার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২২৪ বলে ৯০ রান করেন তিনি। তারপরের বলে ইমরানউজ্জামানকেও ফিরিয়ে দেন মুশফিক হাসান।
বাকি সময়টা নিরাপদেই পার করেন অমিত এবং নাহিদুল ইসলাম। সেঞ্চুরি করার পরও রয়েসয়ে খেলেন অমিত। ২৩৫ বলে ১৮টি চারে ১১২ রান করে ম্যাচের শেষ দিনের অপেক্ষায় আছেন তিনি। তাকে সঙ্গ দেয়া নাহিদুল অপরাজিত আছেন ২৮ বলে ২৩ রান করে।
সেন্ট্রাল জোনের বোলারদের মধ্যে ৪৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন পেসার মুশফিক হাসান। ৫৬ রান খরচায় দুই উইকেট নেন রনি। প্রথম ইনিংসে সাদমানের সেঞ্চুরিতে ৩১৩ রান তুলেছিল সাউথ জোন। জবাবে জাকের আলীর অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি সাউথ জোন (প্রথম ইনিংস)- ৩১৩/১০ (৯৭.৫ ওভার) (সাদমান ১৩০, ফজলে রাব্বি ৫০, নাসুম ৪৪*, অমিত ৩০; আবু হায়দার ৫/৫৫, সৌম্য ২/১৭)।
বিসিবি সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস)- ২৮৩/১০ (৭৪ ওভার) (জাকের ১৩৮*, মিঠুন ৩৮, আরিফুল ২৯; খালেদ ৩/৫৬, নাসুম ৩/৮৪)।
বিসিবি সাউথ জোন (দ্বিতীয় ইনিংস)- ২৪৬/৫ (৮৮ ওভার) (অমিত ১১২*, ফজলে রাব্বি ৯০; মুশফিক ৩/৪৪, রনি ২/৫৬)।