|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের দলপতি হ্যামিল্টন মাসাকাদজা মনে করেন, বিদেশী দল হিসেবে বাংলাদেশের মাটিতে তারাই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের কন্ডিশনের সাথে আগে থেকেই পরিচিত তাঁরা। আর এখানে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাই তাঁদের মানসিক ভাবে ভালো অবস্থানে থাকতে সাহায্য করবে।
তবে ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্তিশালী আর বিগত কয়েক বছরে তাঁদের পারফর্মেন্স নজরে আসার মতো। কিন্তু তারপরও জিম্বাবুয়ে দলপতি আশা করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের। বাংলাদেশের মাটিতে খেলা সব সময়ই কঠিন জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন,
'বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভাল দল। তাঁরা গত কয়েক বছরে সেটার প্রমান রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, বাকি দেশ গুলোর তুলনায়। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভাল অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই প্রতিযোগিতা পূর্ণ হবে।'
এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা করা জিম্বাবুয়ের এই দলপতি আরও মনে করেন সিরিজটি দু'দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো আসন্ন সিরিজটিও প্রতিযোগিতামূলক হবে বলে বিশ্বাস এই ডানহাতি ব্যাটসম্যানের।
'আমি এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ বলবো। দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। দুই দলই একে অপরের সাথে অনেক ক্রিকেট খেলেছে। আমরা আশা করছি একটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ হবে, প্রতিবার যেমন হয়ে থাকে।'
এছাড়াও জিম্বাবুয়ের হয়ে ২০১টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান আরও মনে করেন, তাঁদের দলে তরুণ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন যারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সেই সঙ্গে বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে তাঁর দল।
'হ্যাঁ অবশ্যই। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের প্লেয়ার আছে ভাল করার মত। আমাদের কয়েকজন তরুন ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। হ্যাঁ, আমি মনে করি এখানে ম্যাচ জেতার মত দল আমাদের আছে।'