আইপিএল

ইশানকে আরটিএমে দলে ভেড়াতে পারবে না মুম্বাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 12:06 Saturday, November 2, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সালের নিলামে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ইশান কিশানকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগে ২০১৮ সালের নিলামে এই উইকেটরক্ষককে তারা নেয় ৬ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে। এবারের মেগা নিলামের জন্য ইশানকে ছেড়ে দিলো মুম্বাই। আরটিএম (রাইট টু ম্যাচ) পদ্ধতিতে ইশানকে দলে ফেরানোর রাস্তাও বন্ধ মুম্বাইয়ের।

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার রিটেইন করেছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মাকে। এর মধ্যে ৭৫ কোটি রুপি খরচ হয়েছে পাঁচ ক্রিকেটার ধরে রাখতে।

যে পাঁচ ক্রিকেটারকে মুম্বাই রেখে দিয়েছে, তাদের সকলেই ভারতের হয়ে খেলেছেন। অর্থাৎ সকলেই ক্যাপড ক্রিকেটার। নিয়ম অনুযায়ী প্রতিটি দল ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারলেও ক্যাপড ক্রিকেটার রাখতে পারবে পাঁচজনকে।

মুম্বাই এরই মাঝে পাঁচ ক্রিকেটারকে রেখে দিয়েছে। ফলে আরটিএম করে ইশানকে নিতে পারবে না তারা। মুম্বাই কেবল এমন ক্রিকেটারকে আরটিএমে দলে ভেড়াতে পারবে, যিনি এখনও ভারতের হয়ে খেলেননি বা পাঁচ বছর আগে শেষ বার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

যদিও নিলামের স্বাভাবিক নিয়মে ইশানকে কিনে দলে ভেড়াতে পারে তারা। মূলত গত আইপিএলে ব্যাট হাতে ইশান সেভাবে ছাপ ফেলতে পারেননি। তাই তাকে ছেড়ে দেয় মুম্বাই।

রিটেইন করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি, ১৮ কোটি রুপি পাচ্ছেন বুমরাহ। এ ছাড়া সূর্যকুমার ১৬.৩৫ কোটি, হার্দিক ১৬.৩৫ কোটি, রোহিত ১৬.৩০ এবং তিলক ৮ কোটি রুপি পাবেন। মুম্বাই নিলামে খরচ করতে পারবে ৪৫ কোটি রুপি।