|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তাসকিন আহমেদের। একমাত্র পেসার হিসেবে মিরপুরে খেলেছেন হাসান মাহমুদ। সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে তাসকিনকে। ডানহাতি তারকা পেসারের জায়গায় চট্টগ্রাম টেস্টের দলে রাখা হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।
১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার হিসেবে হাসানের সঙ্গে আগে থেকেই ছিলেন নাহিদ রানা। এবার তাদের দুজনের সঙ্গে যুক্ত হলেন খালেদ। সবশেষ ভারত সফরের টেস্ট দলেও ছিলেন সিলেটের এই পেসার।
কানপুরে সুযোগ পেলেও বল হাতে তেমন কিছুই করে দেখাতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে ৪ ওভারে খালেদ খরচা করেছিলেন ৪৩ রান। সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দলে না থাকায় সেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খেলেছেন খালেদ। সিলেট বিভাগের হয়ে এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ৬১ রানে ৪ উইকেট নিয়েছিলেন।
দ্বিতীয় টেস্ট খেলতে ২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ। ২৯ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তদের।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।