জাতীয় ক্রিকেট লিগ

বৃষ্টি আর ব্যাটারদের দাপটে সিলেট-ঢাকার ম্যাচ ড্র

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:58 Tuesday, October 22, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচের কোনো ফলাফল আসেনি। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে একদিনের বেশি সময় খেলাই হয়নি। ফলে সেই সময়ই ধারণা করা হচ্ছিল নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্রয়ের পথেই যাবে ম্যাচটি।

হয়েছেও তাই। ম্যাচের শেষ দিন সিলেট দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৫৭ রান করার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নিলে শেষ হয় অসমাপ্ত ম্যাচটি। এরন আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল সিলেট বিভাগ।

দলটিকে অল্প রানে আটকে দিতে বড় ভূমিকা রেখেছিলেন ঢাকার ডানহাতি পেসার এনামুল হক ও বাঁহাতি নাজমুল ইসলাম অপু। দুজনেই নিয়েছিলেন ৩টি করে উইকেট। এরপর ব্যাটিং করতে নেমে সিলেটকে জবাব দিতে নেমে নিজের প্রথম ইনিংসে ২২৪ রান করে অল আউট হয় ঢাকা।

দলটির হয়ে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই ব্যাটার সেঞ্চুরি পেলেও ঢাকার বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন ওপেনার রনি তালুকদার। আর ২১ রান আসে রুবেল মিয়ার ব্যাট থেকে।

তাতেই ৭৮ রানের লিড নিশ্চিত করে দলটি। সিলেটের হয়ে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সেরা বোলার খালেদ আহমেদ। আর ৩ টি উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস। একটি করে উইকেট গেছে আবু জায়েদ রাহি, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের ঝুলিতে।

লিড পেলেও দ্বিতীয় ইনিংসে সিলেটকে চেপে ধরতে ব্যর্থ হয় ঢাকা বিভাগ। দলটির হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার পিনাক ঘোষ, অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। আসাদুল্লাহর হাফ সেঞ্চুরির পরই আসে ম্যাচ ড্রয়ের ঘোষণা। ঢাকার হয়ে দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট নেন অপু। আর ২টি করে উইকেট পান সালাউদ্দিন শাকিল ও তাইবুর রহমান।