বিপিএল

'মঈন আলী খেললে বরিশালেই খেলবে'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:27 Monday, October 14, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল বিপিএলের এবারের আসরের নবাগত দল ঢাকা ক্যাপিটালস। এরপর দলটির পক্ষ থেকে জানানো হয় বিয়ের কারণে বিপিএলে আসছেন না তিনি। এরপর রংপুর রাইডার্স এই ক্রিকেটারকে দলে নেয়ার ঘোষণা দেয়। অনেকেই এটাকে বিপিএল ইতিহাসের সেরা 'হাইজ্যাক' বলছেন।

এবার আরেকটি হাইজ্যাকের সামনে বিপিএলে। ড্রাফটের বেশ আগেই মঈন আলীকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার ফরচুন বরিশাল ঘোষণা দিয়েছে মঈন আলী বিপিএলে খেললে তাদের হয়েই খেলবেন। এই ক্রিকেটার এখনও কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বলে দাবি বরিশালের কর্ণধার মিজানুর রহমানের।

ড্রাফট শেষে তিনি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'মঈন আলী এখন পর্যন্ত নিশ্চিত করেনি। কোন দলেই নিশ্চিত করেনি। না (চিটাগং কিংস নিশ্চিত করেছে)। সে যদি খেলে তাহলে বরিশালের হয়েই খেলবে। আপনাকে বলছি ডেভিড মিলার যদি খেলে তাহলে বরিশালে খেলবে। এটাই সত্য।'

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল বরিশাল। এবারও তারা শিরোপা নিতে শতভাগ আশাবাদী। ড্রাফট থেকে তাই তারা শক্তিশালী শক্তিশালী দল গড়ে সেই লক্ষ্যের কথাই জানান দিয়েছে। দলটি মাহমুদউল্লাহ রিয়াদ, পাথুম নিশাঙ্কা, রিশাদ হোসেনের মতো তারকাকে দলে নিয়েছেন। 

ফ্র্যাঞ্চাইজিটি আগেই জানিয়েছে যথারীতি এবারের বিপিএলেও তাদের নেতৃত্ব দেবেন তামিম। ড্রাফট শেষে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, 'টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। না হলে তো আমরা এত ভালো দল বানাতাম না।'

রিশাদ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। যদিও বিপিএলে তাকে খুব বেশি ম্যাচে খেলতে দেখা যায় না। বরিশাল অবশ্য তাকে নিয়মিত খেলানোর আশ্বাস দিয়েছে। দলটির কর্ণধার মিজানুর বলেছেন, 'ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। মালিক হিসেবে আমি চাইবো সে যেন খেলে। সে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়, আমি তাকে নিয়েছি। বসিয়ে রাখার জন্য তো নিইনি, অবশ্যই খেলানোর জন্য নিয়েছি।'