ভারত - বাংলাদেশ সিরিজ

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন দুবে, বদলি তিলক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 21:46 Saturday, October 5, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন শিভাম দুবে। তবে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সবশেষ জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তারকা অলরাউন্ডার।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ছন্দে ফেরার সুযোগ ছিল দুবের। তবে সিরিজ শুরুর একদিন আগে পিঠের চোটে ছিটকে গেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

দুবের বদলি হিসেবে বাংলাদেশ সিরিজ সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতানো বাঁহাতি ব্যাটার সবশেষ মৌসুমে ১৩ ম্যাচে ৪১৬ রান করেছিলেন। ১৪৯.৬৪ স্ট্রাইক রেট এবং ৪১.৬০ গড়ে রান তোলা তিলক তিনটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। আইপিএলে নিয়মিত ভালো করায় ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকও হয়েছে।

২০২৩ সালের আগষ্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক হওয়া তিলক এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন। ৩৩.৬০ এবং ১৩৯.৪১ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন। দুবের বদলি হিসেবে ডাক পেয়ে স্কোয়াডে জায়গা পোক্ত করার সুযোগ থাকছে তিলকের।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে গতির ঝড় তোলা ডানহাতি পেসারের অভিষেক হতে পারে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতেই। এ ছাড়া ডাক পেয়েছেন ‘রহস্যময়’ স্পিনার বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, জিতেশ শর্মা এবং হার্শিত রানা। তবে নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে টেস্ট দলের কাউকে রাখা হয়নি টি-টোয়েন্টিতে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হার্শিত রানা এবং মায়াঙ্ক যাদব।