বাংলাদেশ-ভারত সিরিজ

গতিতে আটকে থাকতে চান না নাহিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:15 Thursday, October 3, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর দিয়ে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। গতির ঝড় তুলে এই পেসার এক বছরের মধ্যে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। মাত্র ৪ টেস্ট খেলা এই পেসারকে ছাড়া বাংলাদেশের টেস্ট দল এখন ভাবাই প্রায় অসম্ভব।

চলতি বছরের মার্চে টেস্ট অভিষেকের পর থেকেই মুগ্ধ করেছেন নাহিদ। সর্বশেষ পাকিস্তান সফরে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে সবার নজর কাড়েন বাংলাদেশের এই পেসার। ভারতের বিপক্ষেও তার প্রতি অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি।

দুই টেস্টের সিরিজ হলেও ভারতের বিপক্ষে শুধু চেন্নাই টেস্টে খেলেছেন নাহিদ। এই ম্যাচে দুই ইনিংসে দুটি উইকেট পেয়েছেন তিনি। আর কানপুরে তাকে বাইরে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। নাহিদ জানিয়েছেন ভারত সফরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তার।

দেশে ফিরে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'দুই জায়গাতেই আমি প্রসেসের মধ্যে ছিলাম। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। পাকিস্তান ও ভারতের উইকেট সম্পূর্ণ ভিন্ন। দুই জায়গায় দুই রকমের বোলিংয়ের পরিকল্পনা ছিল। এই জায়গাতেই অভিজ্ঞতা ভালো।'

ভারতের উইকেট নিয়ে নাহিদ বলেন, 'ভারতের প্রথম দুইদিন পেস বোলিং বান্ধব উইকেট ছিল। শেষ তিনদিনে স্পিনের সাহায্য ছিল। পাকিস্তানে ছিল স্পোর্টিং উইকেট, বোলিং ভালো করলে বোলিং, ব্যাটিং ভালো করলে ব্যাটিং। ভারতে তিনদিন থেকেই বল ঘোরে।'

আন্তর্জাতিক ক্রিকেটে শেখার কোনো শেষ নেই বলে মনে করেন নাহিদ। যে কোচের অধীনেই কাজ করছেন শেখার চেষ্টা করছেন তিনি। গতি দিয়ে আলোচনায় আসা নাহিদ অবশ্য গতিতেই বন্দি হয়ে থাকতে চাইছেন না। তার ইচ্ছে নিজেকে ফিট রেখে দলের চাহিদা অনযায়ী বোলিং করা।

তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে যতদিন খেলব। শেখার কোনো শেষ নাই। ক্রিকেট ছাড়ার পরও শেখার শেষ নাই। আমি যে দেশেই যাচ্ছি যে কোচের অধীনেই কাজ করছি তার কাছ থেকে অনেক কিছু নেয়ার চেষ্টা করছি।'

এরপর নিজের বোলিং নিয়ে এই পেসার বলেন, 'আমাকে সবচেয়ে জোরে বল করতে হবে এরকম কোনো ইচ্ছে নেই। ইচ্ছে একটাই নিজেকে ফিট রাখা। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করা। দলের চাহিদা যদি পূরণ করতে পারি তাহলেই আমি খুশি।'