ভারত- বাংলাদেশ সিরিজ

আড়াইটায় তৃতীয়বারের মতো মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:15 Sunday, September 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনও খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। কানপুরে রবিবার সকাল থেকে আকাশে বৃষ্টি নেই। তবে মাঠের অবস্থা আশঙ্কা হওয়ার মতো। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাচ্ছে না।

এখনও কভার থেকে পানি সরানোর কাজ চলছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলেছেন তারা। তখন খেলা পরিচালনা সম্ভব না হওয়ায় সাড়ে ১২টায় আবারও মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা।

কিন্তু সাড়ে ১২ টার দিকেও খেলা শুরুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা। ফলে বাংলাদেশ সময় আড়াইটায় আবারও মাঠ পর্যবেক্ষণে নামবেন তারা। এরপর আসতে পারে খেলা শুরুর সিদ্ধান্ত।

কানপুরে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রথম দিন কেবল ৩৫ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০৭/৩ (৩৫ ওভার) (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*)