ভারত - বাংলাদেশ সিরিজ

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে মায়াঙ্ক, নেই গিল-পান্তরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 22:28 Saturday, September 28, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেক ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে করে ডেলিভারিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন মায়াঙ্ক যাদব। আইপিএলের আরও বেশ কয়েকবারই দেড়শ ছোঁয়া গতিতে বোলিং করেছেন তরুণ এই পেসার। তবে চোটের কারণে সবশেষ আইপিএলে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। চোটে পড়ে বেশ কয়েকমাস বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাটাতে হয়েছে মায়াঙ্ককে।

চোট থেকে সেরে উঠতেই প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলা এই পেসার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ‘রহস্যময়’ স্পিনার বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, জিতেশ শর্মা এবং হার্শিত রানা। তবে নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে টেস্ট দলের কাউকে রাখা হয়নি বাংলাদেশের সঙ্গে।

আইপিএলের সবশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নীতিশ। ১৩ ম্যাচ খেলা এই অলরাউন্ডার ১১ ইনিংসে ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছিলেন। বোলিংয়ে নীতিশ শিকার করেছিলেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ডাকা হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। ভারতের হয়ে ৯ টি-টোয়েন্টি খেলা জিতেশ ছিলেন না শ্রীলঙ্কা সফরে।

বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকা ঋষভ পান্তের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ। উইকেটকিপার হিসেবে আছেন স্যামসনও। দুলীপ ট্রফির পারফরম্যান্সে স্যামসন নাকি ইশান কিশান থাকবেন টি-টোয়েন্টি দলে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো সবখানে। তবে ইশানকে রেখে স্যামসনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন বরুণ।

১৫ ম্যাচে ৮.০৪ ইকনোমি রেটে দলের হয়ে সবচেয়ে বেশি ২১ উইকেট নিয়েছিলেন তিনি। কলকাতাকে শিরোপা জেতানো পারফরম্যান্স করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। দলে ডাক না পেয়ে সেই সময় হতাশা প্রকাশ করেছিলেন ইনস্টাগ্রামে। আইপিএলের কয়েকমাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ভারতের জার্সিতে ফিরছেন বরুণ। এখন পর্যন্ত ভারতের হয়ে ৬ টি-টোয়েন্টিতে ‍দুটি উইকেট নিয়েছেন রহস্যময় এই স্পিনার।

বরুণের মতো সবশেষ আইপিএলে কলকাতার হয়ে বোলিংয়ে নজর কেড়েছিলেন হার্শিতও। কলকাতার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছিলেন তরুণ এই পেসার। তাকেও ডেকে নেয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে। অনুমেয়ভাবে অধিনায়ক হিসেবে ফিরছেন চোট কাটিয়ে ফেরা সূর্যকুমার যাদব। বাকিদের মাঝে শ্রীলঙ্কা সফরে খেলা হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, রিয়ান পরাগ, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দরও আছেন স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, পান্ত, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সতেজ রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কারণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নামতে হবে ক্রিকেটারদের।

ঠাসা সূচিতে গিল, পান্তদের খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি স্বাগতিকরা। টেস্ট সিরিজ শেষে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ভারত। পরের দুটি ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় টি-টোয়েন্টি দিল্লিতে এবং শেষটি হবে হায়দরাবাদে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হার্শিত রানা এবং মায়াঙ্ক যাদব।