বিশ্বকাপ

তরুণদের জন্য জায়গা ছাড়তে রাজি মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 17:20 Monday, November 6, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

তরুণ ক্রিকেটারদের ফ্রেঞ্চাইজি ক্রিকেটের মারপ্যাঁচ থেকে বাঁচাতে কিছুদিন আগেই তিন বছরের চুক্তি দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অথচ দলটি তরুণদের সুযোগ দিচ্ছে কতটুকু সেটা নিয়েই সন্দিহান অনেকে। কারণ দলটি শেষ তিন ম্যাচে তাদের একাদশ ঘোষণা করেছে ৩০ বছরের বেশি বয়সী ক্রিকেটারদের নিয়ে। তবে দলটির অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী চান তরুণদের সুযোগ করে দিতে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাকা হয় হ্যারি ব্রুককে। গুঞ্জন ছিলো বিশ্বকাপের স্কোয়াডে রাখতেই তাকে দলের সঙ্গে রাখা হয়েছিলো। কিন্ত হঠাত বেন স্টোকস অবসর ভেঙে দলে ফিরলে এই তরুণ ক্রিকেটারকে বাদ দেয়া হয় দল থেকে। যদিও ইংলিশ ওপেনার জেসন রয় চোটের কারণে ছিটকে গেলে বিশ্বকাপ দলে জায়গা পান ব্রুক। চার ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।

এদিকে তরুণ ক্রিকেটারদের তুলনায় অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিচ্ছে ইংল্যান্ড এমনটাই মনে করা হচ্ছে। যদিও চিত্রটা ভিন্ন ছিলো ২০১৫ সালের পর। সেই বছর বিশ্বকাপের পর ইংলিশদের ওয়ানডে দলে বিশাল পরিবর্তন আনা হয়। যার ফল পেয়েছিল তারা ২০১৯ সালের বিশ্বকাপ জয় করে। ৩৬ বছর বয়সী মঈন মনে করেন তিনি দায়িত্বে থাকলে তরুণদের বেশি প্রাধান্য দিতেন।

মঈন বলেন, 'আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে আমি তরুণদের খেলাতাম। সব কিছু আবার (তরুণদের নিয়ে) শুরু করবো এবং আমি নিশ্চিত তারাও (বোর্ড) সেটাই করতে চাবে। এটা সাধারণ ব্যাপার অন্য কিছু নয়। আমি স্পষ্টই জস (বাটলার) ও মটি (ম্যাথিউ মট) এর সঙ্গে কথা বলবো এবং শুনবো তারা কি চায়। তারা আমাকে চায় বা যা ইচ্ছা বলুক। যদি তারা বলে দেখুন...আমরা তরুণদের নিয়ে কাজ করতে চাই। তাহলে আমি অনেক খুশি হবো। আমি রাজি হয়ে যাবো।'

চলতি বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নিয়েও কোনও লাভ হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের ৮ ম্যাচের সাতটিতে হেরে ইতোমধ্যেই দলটি বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ফলে অভিজ্ঞদেরও যে একটা সময় এসে থামতে হয় সেটা বোধহয় এবার ইংল্যান্ড জানান দিলো। তাই দল পূনর্গঠনেই বিশ্বাসী সদ্যই ইসিবির সঙ্গে এক বছরের চুক্তি করা মঈন। তার মতে একটা জায়গায় এসে সকলের থামা উচিত।

বয়স হয়ে যাওয়ার পরও দলের হয়ে খেলার প্রসঙ্গে মইন বলেন, 'হয়তো দেয়ালে সব কিছু (বয়স) লেখাই ছিলো। কিন্ত খেলোয়াড় হিসেবে আমরা সেগুলো লক্ষ্যই করিনি। আমরা ভেবেছিলাম যে আমরা হয়তোবা ভালো পারফর্ম করবো। কিন্ত এখন আমি চিন্তা করি সকল কিছুকেই একটি নির্দিষ্ট স্থানে এসে থামা উচিত।'