|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নিউজিল্যান্ড নারী একাদশের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল।
আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ দল। সাজঘরে ফেরার আগে ৩ বলে ৪ রান করেছেন এই ওপেনার। তিনে নেমে ১ রানের বেশি করতে পারেননি ডালিয়া আক্তার।
এরপর শারমিন আক্তার আর জ্যোতি মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ভালো শুরু পেলেও তারা ইনিংস বড় করতে পারেনি। শারমিনের ব্যাট থেকে এসেছে ১৭ রান, আর অধিনায়ক ফিরেছেন ১৮ রান করে।
এই দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর আর মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। লতা মন্ডল, রুমানা আহমেদরা দ্রুতই সাজঘরে ফিরেছেন।
তবে শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন রিতু মনি এবং মুর্শিদা খাতুন। ৪ রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেছেন রিত। সাজঘরে ফেরারা আগে তার ব্যাট থেকে এসেছে ৪৬ রান। মুর্শিদা করেছেন ৩১ রান। শেষ পর্যন্ত ১২ জনকে খেলিয়ে ৫০ ওভারে ২০৩ রান তোলেছে বাংলাদেশ নারী দল।
এরপর ২২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড নারী একাদশ। তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় তারা পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে তারা। যেখানে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলেছে নিউজিল্যান্ড নারী একাদশ।