আইপিএল

আইপিএলে দল না পেলেও হতাশ নন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:09 Sunday, March 14, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আধিক্য বাড়লেও দাপট দেখাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকে নামি দামি ক্রিকেটাররা। তবে সেখানে সুযোগ পেতে অনেকটা কাঠ-খড় পোড়াতে হয় ক্রিকেটারদের।

পারফরম্যান্সের গ্রাফটা ধরে রাখতে হয় তাঁদেরকে। বরাবরের মতো আইপিএলের এবারের মৌসুমেও নিলাম থেকে দল পাননি আদিল রশিদ। নিলামে নাম দিয়ে দল না পেলেও হতাশ নন ইংল্যান্ডের এই লেগ স্পিনার। তবে দল পেয়ে ভালো লাগতো বলে জানিয়েছেন ৩২ বছর বয়সি এই ডানহাতি লেগ স্পিনার।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘আইপিএলে দল না পেয়ে আমি হতাশ নই। এমনিতেই অনেক স্পিনার খেলে আইপিএলে। তার উপরে ভারতীয় স্পিনাররাও আছে। যে কারণে আইপিএলে কোনও দল আমাকে নেবে, এমনটা ভাবিনি। আইপিএলে দল পেলে অবশ্যই ভাল হতো। এই সব প্রতিযোগিতায় নিলামে নাম দেওয়ার পরে আশায় থাকতে হয়, কোনও দল যদি নেয়।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন রশিদ। জফরা আর্চার দলের সেরা বোলার হলেও শুরুতে বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে দলের বোলারদের মূল কাজটা করে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ৩ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৪ রান।

এসব ছাপিয়ে প্রথম ম্যাচে তাঁর যে বিষয়টি আলোচনায় এসেছে সেটা হলো নতুন বলে বোলিং করা। ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন ধরে খেললেও নতুন বলে খুব বেশি বল করার সুযোগ হয় না তাঁর। তবে নতুন বলে নিজেকে তৈরি করার জন্য নেটে নতুন বলে ঘাম ঝরাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া যখনই বোলিংয়ের জন্য ডাকা হোক না কেন সবসময়ই নিজের সেরাটা দেয়ার লক্ষ্য থাকে বলে জানান এই লেগ স্পিনার।

রশিদ বলেন, ‘নতুন বলে বল করাটা এখন আমার কাছে নতুন ব্যাপার। গত দু’দিন হল নেটে নতুন বলে বল করছি। আমাকে যখনই বল করতে ডাকা হোক না কেন, লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। এমন কিছু করা, যেটা দলের কাজে আসবে।’