|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় দলে শুরুটা বেশ আশা জাগানিয়া ছিল সুরেশ রায়নার। কিন্তু উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটারের শেষটা ছিল ম্লান! একেবারেই সাদামাটা! আর মাঝের সময়টায় দাপিয়ে বেড়িয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
২০০৫ সালের জুলাইতে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রায়না। ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। ছয় বা সাত নম্বর পজিশন সামলাতে হতো তাঁকে।
সেই সময়ে রায়নার বড় পরিচয় ছিল ফিল্ডিংয়ে। বৃত্তের ভেতর ক্ষিপ্র গতিতে এগিয়ে আসা বল দূর থেকে উড়ে এসে থামিয়ে দিতে পারতেন তিনি। কখনো গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ধরে বা রান আউট করে অসংখ্যবার পত্রিকার শিরোনাম হয়েছেন।
সাথে অফ সাইডে তাঁর ব্যাটিং সামর্থ্যও চোখে পরে ক্রীড়াপ্রেমীদের। নিচের দিকে নেমে দলের রান বাড়ানো বা দলকে লক্ষ্য অতিক্রম করে জেতানোতে ভালো রকমের ভূমিকা ছিল তাঁর। উইকেটে সেট থাকা ব্যাটসম্যানকে সঙ্গ দিয়ে দ্রুত জুটি গড়তে পারতেন তিনি।
রায়নার সামর্থ্য ভালোভাবে দেখা গেছে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে। সাত নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করতে নেমে সেই আসরে দলকে খুব কমই নিরাশ করেছেন রায়না। সাথে ফিল্ডিংয়েও রেখেছেন অসামান্য অবদান।
ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজ সিং, শচিন টেন্ডুলকার, জহির খান বা মহেন্দ্র সিং ধোনির নাম বেশ জোরেশোরে উচ্চারিত হলেও আড়ালেই থেকে যায় রায়নার নাম।
টি-টোয়েন্টিতেও বেশ কার্যকরি ছিলেন রায়না। ব্যাটিং আর ফিল্ডিংয়ে অবদান রাখার পাশাপাশি মাঝে মাঝে দলের প্রয়োজনে বোলিংও করতেন।
ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের পরবর্তীতে অবশ্য মিডল অর্ডারেই দলের আস্থার নাম হয়ে ওঠেন রায়না। যদিও আম্বাতি রাইডু, অজিঙ্কা রাহানেদের কাছে দলে জায়গা হারান তিনি।
ভারতের পোশাকে ১৮ টি টেস্টও খেলা হয়েছে রায়নার। তবে এই ফরম্যাটে নিজেকে খুব ভালো করে মেলে ধরতে পারেননি। শেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০১৮ সালে শেষবার ওয়ানডে খেলার আগে রায়না করেন পাঁচ হাজার ৬১৫ রান। ভারতের জার্সিতে খেলেন ২২৬টি ওয়ানডে। এছাড়া ৭৮ টি টি-টোয়েন্টিতে করেন ৪৪২ রান। ভারতের হয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্রিকেটার রায়না!
অবশ্য ক্যারিয়ারের পুরো সময়টায় মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ছিলেন রায়না। আইপিএলে চেন্নাই সুপার কিংসেও ছিলেন ধোনির আস্থা। বলা হয়ে থাকে রায়নার শতভাগই বের করে এনেছেন ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের পরপর নিজের অবসর ঘোষণা করে যেন ধোনির প্রতি শেষ শ্রদ্ধাই জানিয়েছেন ৩৩ বছর বয়সি রায়না!