এনসিএল

অভিষিক্ত অমিতের সেঞ্চুরিতে সিলেটের লিড

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
Publish Date: 20:22 Sunday, November 10, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে ১১ লিড রানের লিড নিয়েছে সিলেট বিভাগ। ৬ উইকেটে ৩২২ রান দিয়ে দিন শেষ করেছে সিলেট।

রাহাতুল ফেরদৌস ৩০ এবং এনামুল হক জুনিয়র ২০ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৩০ রান এসেছে অভিষিক্ত উইকেট রক্ষক অমিত হাসানের ব্যাট থেকে। 

এছাড়া আরেক অভিষিক্ত আসাদউল্লাহ গালিব করেন ৫৯ রান। মেট্রোর পক্ষে শহিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল্লাহ এবং আল আমিন। 

দ্বিতীয় দিন ৮ উইকেটে ২৮২ রান দিয়ে ব্যাটিং করতে নামে ঢাকা মেট্রো। আগের দিনের সঙ্গে এক উইকেট হারিয়ে আরও ২৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে মেট্রো। সর্বোচ্চ ১১৪ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে।

সিলেটের হয়ে রিয়াজুর রহমান নেন ৫ উইকেট।জবাবে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৮৫ রান তুলতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে সিলেট। এরপর আমিত হাসানের সঙ্গে জুটি বাঁধেন অলক কাপালি।

২১ রান করে কাপালি বিদায় নিলে আসাদউল্লাহ গালিবের সঙ্গে জুটি বাঁধেন অমিত। এই জুটিতে ১০৭ রান যোগ করার পাশাপাশি অভিষেক ম্যাচে সেঞ্চুরি তুলে নেন অমিত। হাফ সেঞ্চুরির দেখা পান গালিব।

১০৭ রান করে অমিত দলীয় ২৫৩ রানে ফিরলে ২৮০ রানের সময় গালিব ফেরেন ৫৯ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩২২ রান নিয়ে দিনের খেলা শেষ করে সিলেট। অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিং করতে নামবেন রাহাতুল এবং এনামুল।  

সংক্ষিপ্ত স্কোরঃ 

ঢাকা মেট্রোঃ ৩১১/৮ ডিক্লে (৮৩.৫ ওভার) (শামসুর রহমান ১১৪) (রিয়াজুর রহমান ৫/৬০)

সিলেট বিভাগঃ ৩২২/৬ (৮৩ ওভার) (আমিত ১১৪) (শহিদুল ইসলাম ২/৬১)