স্যাম কনস্টাসকে ধাক্কা দেয়ার পরও ভারতের দর্শকের সমর্থন পেয়েছেন বিরাট কোহলি, এএফপি

আইসিসির ‘ছাড় পাওয়া’ কোহলিকে ভাগ্যবান মানছেন শাস্ত্রী-ভোগলেরা

মোহাম্মদ সিরাজের বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের ব্যাটার উসমান খাওয়াজার দিকে হেঁটে যাচ্ছিলেন স্যাম কনস্টাস। এমন সময় উল্টো দিক থেকে বল হাতে নিয়ে এগিয়ে যাওয়ার সময় অনেকটা ইচ্ছাকৃতভাবেই অভিষিক্ত এই ওপেনারকে ধাক্কা দেন বিরাট কোহলি। পরোক্ষণেই এমন ঘটনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে। ক্রিকেট মাঠে রাজত্ব করা কোহলির সমালোচনায় ব্যস্ত তখন বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। এমন ঘটনায় ভারতের সাবেক অধিনায়ককে নিষিদ্ধের দাবি ওঠে সামাজিক যোগাযোগামাধ্যমগুলো।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক