চিটাগং কিংসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিপন মণ্ডল, ক্রিকফ্রেঞ্জি

‘বাউন্ডারি বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে’

মাঠে বাড়তি জায়গা থাকার পরও চার-ছক্কা বাড়ানোর আশায় বাউন্ডারি সীমানা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট মাঠ পেয়ে ব্যাটাররা মনে আনন্দে চার-ছক্কার আনন্দে ভেসেছেন। তবে মিরপুরের পর সিলেটেও একই চিত্র দেখে বিষয়টি একেবারেই ভালো লাগে তামিম ইকবালের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসেও বাউন্ডারি সীমানা বড় করার পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের পরামর্শের পর চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারি সীমানা। ফলে ব্যাটারদের দাপট কমেছে আর বেড়েছে বোলারদের আধিপত্য। রিপন মণ্ডল মনে করেন, বাউন্ডারি সীমানা বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক