১১ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক ফাহাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

১১ রানে ফাহাদের ৪ উইকেট, চট্টগ্রামের জয় ১০ উইকেটে

বাঁহাতি পেস বোলিংয়ে ঢাকা বিভাগের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিলেন ফাহাদ হোসেন। চট্টগ্রামের পেসারের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না আশিকুর রহমান শিবলী, সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কনরা। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ঢাকার টপ অর্ডারের চার ব্যাটারকে ফিরিয়েছেন ফাহাদ। তাঁর সঙ্গে পেস বোলিংয়ে ঢাকাকে চেপে ধরে বাকি কাজটা সেরেছেন ইরফান হোসেন ও আহমেদ শরীফ। ৬৫ রান তাড়ায় চট্টগ্রাম বিভাগ ম্যাচ শেষ করেছে ১০ ওভার। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ১০ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক