ক্রিকফ্রেঞ্জি

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

এনামুল হক বিজয়, নাইম শেখের সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে একাই টেনেছিলেন হাফ সেঞ্চুরিয়ান ইয়াসির আলী রাব্বি। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশের রান দুইশ পার করেন নাসুম আহমেদ। ২২৭ রান তাড়ায় কাজটা কঠিন হওয়ার কথা ছিল না নিউজিল্যান্ডের ব্যাটারদের। তিন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম ও নাঈম হাসান দুটি করে উইকেট পেলেও সফরকারীদের জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে কিউইরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক