ড্রাফটের পরেও মাশরাফিকে নিয়ে টানাহেঁচড়া

ছবি:

শনিবার প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফটে ভাগ্য যেন সাথে নিয়ে এসেছিল প্রথম বিভাগ থেকে উঠে আসা নবাগত দল শাইনপুকুর। শুরুতেই লটারি ভাগ্যে প্রথম সুযোগটি আসে তাদের কাছে।
সুযোগ পেয়ে সেটাকে আর হাতছাড়া করেনি তারা। প্রথম ডাকেই টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তোজাকে দলে ভেড়ায় তারা। মাশরাফির পাশাপাশি আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়দের মতো তরুণদের কেউ দলে নেয় তারা।
যদিও ড্রাফট শেষ হওয়ার পর বিকেলে জানা যায় মাশরাফিকে নিয়ে চলছে টানাহেঁচড়া। শেষ পর্যন্ত হয়তো শাইনপুকুরে নয় আবাহনীর জার্সিতে দেখা যেতে টাইগারদের ওয়ানডে কাপ্তানকে।

যদিও বিষয়টি নিয়ে আবাহনীর ক্রিকেট কমিটির কেউ মুখ খোলেননি। কিন্তু দলটির দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে শুধু মাশরাফিই নন, এনামুল হক বিজয়কেও দলে নেয়ার চেস্টা করছে ক্লাবটি।
ড্রাফট থেকে নাসির হোসেন, তাসকিন আহমেদদের আগেই দলে নিয়েছিল তারা। নিয়ম অনুসারে দুই ক্লাব চাইলে নিজেদের মধ্যে সমঝোতায় বদল করে নিতে পারে কোনো ক্রিকেটারকে। সূত্রটি থেকে জানা যায়,
‘আমাদের পরিকল্পনা মাশরাফি ও বিজয়কে নিয়ে। দু’টি দলের মধ্যে সমঝোতা করে এটি করা যায়। আশা করি তারা আমাদের এখানে খেলবে। তবে এখনই আমরা তা প্রকাশ করতে চাই না।’