এলিমিনেটর বিতর্কঃ দোষ গণমাধ্যমের?

ছবি:

বিপিএলের এলিমিনেটরে রংপুর ও কুমিল্লার ম্যাচ নিয়ে বিতর্কের কারন নাকি গণমাধ্যম। এমন দাবী ক্রিকেট বোর্ড পরিচালক মাহবুব আনামের। গণমাধ্যমের ভুল ব্যাখ্যার কারনেই বিষয়টি বড় আকার ধারন করেছে।
মাহবুব আনাম সহ বিপিএল কমিটি দাবী করছে, নিয়ম মেনেই এলিমিনেটর ম্যাচ আয়োজিত হয়েছে। মাহবুব আনামের ভাষ্য মতে, 'বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে।
গণমাধ্যম এবং আন্তর্জাতিক মাধ্যমে এটা প্রচারিত হয়েছে এবং এটার কিছু ভুল ব্যাখ্যা এসেছে। সেটার ব্যাপারে বিসিবি আপনাদের একটি প্রেস রিলিজের মাধ্যমে জ্ঞাত করেছে কিন্তু আমরা দেখেছি যে, সাধারণ জনগণ সেটা সেভাবে জানেনি।'

অথচ বাইলজে রিজার্ভ ডে না থাকার পরও পরের দিন খেলা হয়েছে। বিপিএল কমিটি বলছে, কমিটি চাইলে বাইলজ যে কোন সময় পরিবর্তন করতে পারে!
'প্রতিটি টুর্নামেন্টেরই একটা প্লেয়িং কন্ডিশন হয় এবং এটা প্রতিটি দলের কর্মকর্তা, ম্যানেজার এবং অধিনায়কের অবশ্যই কর্তব্য। এখন কেউ যদি না জানেন তার দায়ভার তো বিসিবি গ্রহণ করতে পারবে না।,' সংবাদ সম্মেলনে বলেছেন মাহবুব আনাম।
এদিকে এলিমিনেটর ম্যাচে মাঠে বিপিএল কমিটির লোক জনের উপস্থিতিও বিপিএলের পেশাদারিত্ব প্রশ্নের মুখে ফেলেছে। খোলা মাঠে পুরো দুনিয়ার সামনে বিপিএলের ক্রিকেট কর্তা মাঠে কি করছিল?
এই প্রশ্নের জবাবেও এসেছে হাস্যকর জবাব। ইসমাইল হায়দার বলছেন, 'পত্রপত্রিকায় এসেছে যে, বাইলজ অনুযায়ী কুমিল্লার চলে যাবার কথা। আসলে বোর্ড পরিচালকরা মাঠে উপস্থিত হওয়ার জন্যই এই সমস্যাটা খুব দ্রুত এবং ভালোভাবে সমাধান হয়েছে।'
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও চুপ থাকেন নি। তিনি বলেছেন, 'আমরা চেষ্টা করছিলাম আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের মাধ্যমে এটাকে সমাধান করার জন্য।'