রোহিতের 'ডাবলে' ধরাশায়ী শ্রীলঙ্কা

ছবি:

চন্ডিগড়ে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৪১ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক শর্মার তৃতীয় ডাবল সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯২ রান করে ভারত।
শর্মা ২০৮* রান করতে খরচ করেছেন মাত্র ১৫৩ বল। ইনিংসে ছিল ১২ টি ছক্কা এবং ১৩ টি চারের মার। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ৬৭ বলে ৬৮ রান (নয়টি চার)। তিন নম্বরে নামা স্রেয়াস আইয়ার করেছেন ৭০ বলে ৮৮ রান (চারটি চার এবং দুটি ছক্কা)।

লঙ্কান বোলারদের মধ্যে অধিনায়ক থিসারা পেরেরা তিনটি উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৬২ রানেই তিনটি উইকেট পরে যায় তাদের।
কেবল মাত্র দলের অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরি ছাড়া আর উল্লেখ করার মতো রান করেননি দলের কোনো ব্যাটসম্যান। ১৩২ বলে ১১১* রান করে একপ্রান্তে দাঁড়িয়ে থাকেন তিনি।
তাকে সমর্থন করতে পারেননি কেউই। ব্যাটসম্যান গুনারত্নে ৩৪ এবং উইকেটরক্ষক ডিকওয়েলা ২২ রান করেন। শেষপর্যন্ত আট উইকেটে ২৫১ রানে ইনিংস শেষ করে তারা।
ভারতীয় বোলারদের মধ্যে যুবেন্দ্র চাহাল তিনটি, জাসপ্রিত বুমরাহ দুইটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, হার্ডিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।