promotional_ad

জানসেনের ৬ উইকেটের পর রান তাড়ায় ভুগছে প্রোটিয়ারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মার্কো জানসেনকে ঘিরে প্রোটিয়াদের উল্লাস, গেটি ইমেজ
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে মার্কো জানসেনের তোপের মুখে সেভাবে কিছুই করতে পারেনি পাকিস্তান। সাউদ শাকিল আর বাবর আজমের হাফ সেঞ্চুরিতে ২৩৭ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে ২১১ রান করা দলটি। আর তাই নিজেদের প্রথম ইনিংসে ৩০১ রান করা প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৮ রানের। শেষ ইনিংসে অবশ্য পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছে সাউথ আফ্রিকা। ২৭ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে তারা। ম্যাচটি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে শেষ দুই দিনে প্রোটিয়াদের দরকার ১২১ রান, পাকিস্তানের দরকার সাত উইকেট।

promotional_ad

সুপারস্পোর্ট পার্কে ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। মোহাম্মদ আব্বাসের লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দুই রান করা টনি ডি জর্জি। পরের ওভারে রায়ান রিকেলটনকে শূন্য রানে ফেরান খুররম শাহজাদ। তিনিও এলবিডব্লিউর শিকার হন। এই উইকেটটি নিতে রিভিউর সহায়তা নেয় পাকিস্তান। এরপর রিভিউর সহায়তা নিয়ে ট্রিস্টান স্টাবসকেও ফেরায় দলটি।


এক রান করা স্টাবসের উইকেটটি নেন মোহাম্মদ আব্বাস। ১৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। এইডেন মার্করাম ২৫ বলে চারটি চারে ২২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন টেম্বা বাভুমা। শেষ বিকেলে দ্রুত তিন উইকেট হারালেও নাইটওয়াচম্যান নামায়নি সাউথ আফ্রিকা। পাকিস্তানের হয়ে তিন রান খরচায় দুই উইকেট নেন আব্বাস। খুররম ২২ রান খরচায় নেন এক উইকেট। এই দুজন ছাড়া আর কেউই বোলিংয়ে আসেননি।


promotional_ad

এ দিন ষ্টিতে প্রথম সেশন ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে পাকিস্তান যখন মাঠে নামে তখন তাদের পুঁজি তিন উইকেটে ৮৮ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর ও শাকিল সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যান দলকে। ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান বাবর। ৮০ বলে হাফ সেঞ্চুরি পেয়ে আর কোনো রান না করে ৮৫ বলেই বিদায় নেন তিনি। জানসেনের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন বাবর। ফলে ৭৯ রানের এই জুটিটি ভাঙে।


এরপরই খেই হারায় পাকিস্তান। জানসেনের শর্ট বল পুল করার চেষ্টায় উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিন রান করা মোহাম্মদ রিজওয়ান। নিজের পরের ওভারে সালমান আলী আঘাকেও (১) ফেরান জানসেন। রিজওয়ানের মতো তিনিও অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে কাইল ভেরাইনির তালুবন্দী হন। এই উইকেটটি নিয়ে টেস্টে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ণ করেন জানসেন। তারপর ড্যান প্যাটারসনের শর্ট বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন আমের জামাল।


এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়াচ্ছিলেন শাকিল। তাকে এলবিডব্লিউ করে ষষ্ঠ শিকার পূরণ করেন জানসেন। পাকিস্তান গুঁটিয়ে যায় ৬০ ওভারেই। দলটি ৮৪ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারিয়েছে। মাত্র ৫২ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন জানসেন। ৬৮ রান খরচায় দুই উইকেট নেন রাবাদা। একটি করে উইকেট নেন প্যাটারসন ও কর্বিন বশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball