promotional_ad

অস্ত্রোপচারের জন্য ৩ মাস মাঠের বাইরে থাকবেন স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৩ মাসের জন্য মাঠের বাইরে বেন স্টোকস, ফাইল ফটো
টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। অনুমান করা হচ্ছিল বড় কোনো ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা অলরাউন্ডার। সেই শঙ্কাই হলো সত্যি, তিন মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকেই ছিটকে গেছেন স্টোকস।

promotional_ad

টেস্ট অধিনায়কের ইনজুরির খবর নিয়ে একটি বিজ্ঞপ্তি নিজেরদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে বলা হয়েছে অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তার বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। আসন্ন জানুয়ারিতে অস্ত্রোপচার হবে ডারহামের এই অলরাউন্ডারের পায়ে।


নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে চোটে পড়েন স্টোকস। তবে এবারই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এই ক্রিকেটার পড়লেন ইনজুরিতে। গত আগষ্টে 'দ্যা হানড্রেড টুর্নামেন্ট' খেলার সময় তিনি প্রথমবার চোটে পড়েন।


promotional_ad

এভাবে কদিন পর পরই ইনজুরিতে পড়াকে বেন স্ট্রোকসের ক্যারিয়ারের শেষ বলে মন্তব্য করেছেন দর্শকরা। তবে সেগুলোতে কর্নপাত করতে একদমই রাজি নন এই ইংলিশ অলরাউন্ডার। আবারো ফিরে আসবেন, এমন আশা রাখেন বলেই শরীরে করিয়েছেন ফিনিক্স পাখির ট্যাটু। 


এমনটা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোকস লিখেন, 'আরো একটি বাধা অতিক্রম করার আছে। তাহলে শুরু করা যাক। আমার এখনো অনেক কিছু দেয়ার আছে। নিজের দল এবং জার্সির জন্য আরো অনেক রক্ত এবং ঘাম ঝড়ানোর আছে। ঠিক একারণেই নিজের শরীরে স্থায়ীভাবে ফিনিক্সের ছবি আঁকিয়েছি। মাঠেই দেখা হবে তোমাদের সাথে।'


তবে অধিনায়ক বেন স্টোকসের না থাকাটা খুব একটা সমস্যায় ফেলবে না ইংল্যান্ডের টেস্ট দলকে। কারণ আগামী মে মাসের আগে কোন টেস্ট ম্যাচই নেই থ্রি লায়নসদের। তবে এই চোটে এবং অস্ত্রোপচারের কারণে স্টোকসের খেলা হবে না ভারত সফরের পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডেতে। পাশাপাশি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball