ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের সূচি প্রকাশ
ছবি: ট্রফি নিয়ে উল্লাস করছে ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো
আগামী ৬ জানুয়ারি ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এর চারদিন পর, অর্থাৎ ১০ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ক্যারিবিয়ানদের।
রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ দল যাবে মুলতানে। সেখানে ১৭-২১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে। ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
গত ১৯ বছরে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালের নভেম্বরে পাকিস্তান সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৬ সালের অক্টোবরেও অবশ্য টেস্ট সিরিজ খেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু সেই সিরিজটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনবার পাকিস্তান সফর করলেও টেস্ট সিরিজ খেলেনি এই দুই দল।
এর আগে ২০১২ সালের জুনে ওয়ানডে সিরিজ এবং ২০২৮ সালের এপ্রিল ও ২০২১ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিনটি সিরিজে টেস্ট খেলেনি দুই দল।