ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের সূচি প্রকাশ

ট্রফি নিয়ে উল্লাস করছে ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো
আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

আগামী ৬ জানুয়ারি ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এর চারদিন পর, অর্থাৎ ১০ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ক্যারিবিয়ানদের।


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

৫ ঘন্টা আগে
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ দল যাবে মুলতানে। সেখানে ১৭-২১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে। ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।


গত ১৯ বছরে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালের নভেম্বরে পাকিস্তান সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৬ সালের অক্টোবরেও অবশ্য টেস্ট সিরিজ খেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

কিন্তু সেই সিরিজটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনবার পাকিস্তান সফর করলেও টেস্ট সিরিজ খেলেনি এই দুই দল।


আরো পড়ুন

‘পাকিস্তানের ৮ ব্যাটারের কেউই জানে না মুস্তাফিজকে কীভাবে খেলতে হবে’

১ ঘন্টা আগে
চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

এর আগে ২০১২ সালের জুনে ওয়ানডে সিরিজ এবং ২০২৮ সালের এপ্রিল ও ২০২১ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিনটি সিরিজে টেস্ট খেলেনি দুই দল।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball