বিপিএলে নতুন স্পন্সর পেল ঢাকা
![প্রথমবারের মতো বিপিএলে ঢাকা ক্যাপিটালস](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/ac825fe4c93Zb7ffrF754bfL.jpeg)
ছবি: প্রথমবারের মতো বিপিএলে ঢাকা ক্যাপিটালস
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কক্সবাজার সেন্ট্রাল হোটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিলাসবহুল আতিথেয়তা এবং ক্রিকেট উন্মাদনা একত্রিত করে এই পার্টনারশিপ ভক্তদের একটি স্মরণীয় বিপিএল উপহার দেবে বলে প্রত্যাশ দুই পক্ষের। কক্সবাজার সেন্ট্রাল হোটেল যা বিশ্বমানের সেবার জন্য পরিচিত এবং ঢাকা ক্যাপিটালসের উন্মাদানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সহজ ম্যাচ কঠিন করে জিতে ফাইনালে চিটাগং
৩৩ মিনিট আগে![চিটাগং কিংসকে ফাইনালে তুলে উল্লাসে মাতোয়ারা আরাফাত সানি ও আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/k9h2dGc52B9edd7Ubf477M16.jpeg)
চুক্তি স্বাক্ষরের পর কক্সবাজার সেন্ট্রাল হোটেলের চেয়ারম্যান মোস্তফা খান জানান, ঢাকা ক্যাপিটালস বিপিএল শুরুর আগেই ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। এবারের আসরের অন্যতম সেরা দলের সঙ্গে কক্সবাজার সেন্ট্রাল হোটেল যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। আশাকরি এই যৌথ পথচলা বিপিএলে দারুণ কিছু উপহার দিবে।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
এবারের বিপিএলে দেশিদের মাঝে কাটার মাস্টার মুস্তাফিজর রহমান, লিটন দাস, তানজিদ তামিমদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটিতে বিদেশি ক্রিকেটারদের মাঝে আছেন জনসন চার্লস, থিসারা পেরেরা, জাহুর খান, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুবের মতো ক্রিকেটার।
রাজশাহীকে বিদায় করে এলিমিনেটরে খুলনা
১ ফেব্রুয়ারি ২৫![ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে খুলনা টাইগার্স, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/c656494s4deX5005bf4O638L.jpeg)