promotional_ad

বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ব্র্যাথওয়েট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কার্লোস ব্র্যাথওয়েট, আইসিসি
জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর সে আয়োজনের অংশ হিসেবেই গত পহেলা ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'তারুণ্যের উৎসব ২০২৫'।

promotional_ad

তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপি এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উম্মোচিত হয়েছে বিপিএলের মাসকাট ও থিম সং। এমনকি বিপিএলকে সামনে রেখে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামও সাজানো হচ্ছে নতুন করে। সেখানে চলছে  বিরাট কর্মযজ্ঞ। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএলের।


বিপিএলের সম্প্রচার থেকে শুরু করে প্রচার সব জায়গাতেই এবার দেখা যাচ্ছে নতুনত্ব। বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও একাধিক চমক থাকছে। এই বিষয়টি বেশ কয়েকবারই জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবার জানা গেছে বিপিএলে ধারাভাষ্য করতে আসছেন ক্যারিবীয় ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট। ক্রিকফ্রেঞ্জিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 


promotional_ad

ফ্র্যাঞ্চাইজিগুলোও প্রতিদিন নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। চিটাগং কিংস তাদের টিম হোস্ট হিসেবে সংযুক্ত করেছে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে। এ ছাড়া দলটির মেন্টর হিসেবে বিপিএলে আসছেন শহীদ আফ্রিদি। আরেক পাকিস্তান ক্রিকেটার সাঈদ আজমলকে মেন্টর হিসেবে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball