বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ব্র্যাথওয়েট
ছবি: কার্লোস ব্র্যাথওয়েট, আইসিসি
তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপি এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উম্মোচিত হয়েছে বিপিএলের মাসকাট ও থিম সং। এমনকি বিপিএলকে সামনে রেখে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামও সাজানো হচ্ছে নতুন করে। সেখানে চলছে বিরাট কর্মযজ্ঞ। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএলের।
বিপিএলের সম্প্রচার থেকে শুরু করে প্রচার সব জায়গাতেই এবার দেখা যাচ্ছে নতুনত্ব। বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও একাধিক চমক থাকছে। এই বিষয়টি বেশ কয়েকবারই জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবার জানা গেছে বিপিএলে ধারাভাষ্য করতে আসছেন ক্যারিবীয় ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট। ক্রিকফ্রেঞ্জিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্র্যাঞ্চাইজিগুলোও প্রতিদিন নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। চিটাগং কিংস তাদের টিম হোস্ট হিসেবে সংযুক্ত করেছে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে। এ ছাড়া দলটির মেন্টর হিসেবে বিপিএলে আসছেন শহীদ আফ্রিদি। আরেক পাকিস্তান ক্রিকেটার সাঈদ আজমলকে মেন্টর হিসেবে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস।