তামিমকে ফিটনেসে আরো উন্নতি করতে হবে: লিপু
ছবি: তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
এনসিএলে প্রথম ম্যাচে ১৩ রানে আউট হন তামিম। কিন্তু চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ম্যাচের স্বরূপে ফেরেন তিনি। ৩৩ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার। পরের ম্যাচে ২৯ বলে ২১ রান করে দলকে দশ উইকেটের জয় এনে দেন তামিম।
আর চতুর্থ রাউন্ডে ৫৪ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৯১ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন তিনি। তার এমন প্রত্যাবর্তনে দারুণ খুশি লিপু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখতে চান তাকে। তবে এর আগে তামিমের ফিটনেসে আরও উন্নতি চান তিনি।
লিপু বলেন, 'তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেইলএবল থাকবে কিনা। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।'
'তামিমকে আরও শাণিত হতে হবে, তার ফিটনেসকে আরও উন্নতি করতে হবে। যখন সে একটা জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করবে... অবশ্যই যে খেলোয়াড়টা এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে জানে বৈশ্বিক টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শাণিত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে প্রত্যাশা করবে, বোর্ড অফার করবে এই সমস্ত ব্যাপারগুলো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি না।'
এই টুর্নামেন্টের আগে তামিম প্রতিযোগীতামূলক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ছয় মাসের লম্বা বিরতিতে পর আবারও মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তামিম।
এই সময়ের মধ্যে তামিম না খেললেও ছিলেন ক্রিকেটের আশেপাশেই। বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন বাঁহাতি এই বাংলাদেশি ব্যাটার। দারুণ গঠনমূলক ধারাভাষ্য দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আগের বোর্ডের সঙ্গে বিভিন্ন ব্যাপারে অমত ছিল তার। তবে নতুন বোর্ডে তার সঙ্গে আলোচনার জায়গা রাখছে কর্মকর্তারা, জানালেন লিপু।
তিনি আরও বলেন, 'তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর জায়গায় নিয়ে রাখে। এর আগে আপনি জানেন ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মত পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।'
'প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয় আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে।'