promotional_ad

অধিনায়ক নয়, কলকাতার ‘নেতা’ হতে চান ভেঙ্কটেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে এবার অন্যতম বড় চমকের নাম ভেঙ্কটেশ আইয়ার। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছে তাকে অধিনায়কত্বের দায়িত্বও দিতে যাচ্ছে দলটি। যদি অধিনায়কত্ব না পান সেক্ষেত্রে 'নেতা' হতেও আপত্তি নেই ভেঙ্কটেশের।

promotional_ad

গত আসরে কলকাতার শিরোপা জয়ে অবদান রেখেছিলেন ভেঙ্কটেশ। এ ছাড়া যারা অবদান রেখেছিলেন তাদের সবাইকে আগেই রিটেইন করে কলকাতা। দলটির মূল অংশকে ধরে রাখা ছিল তাদের পরিকল্পনা। নিলামের আগেই আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিং, হার্শিত রানা, বরুণ চক্রবর্তি ও রমনদিপ সিংকে ধরে রাখে তারা।


যদিও গতবারের শিরোপজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায়নি কলকাতা। নিলামেও তাকে আরটিএম করেনি তিনবারের শিরোপাজয়ীরা। আগামী মৌসুমের আগে ভেঙ্কটেশকে দায়িত্ব দেয়া হবে বলে সংবাদ প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম।


এ নিয়ে ভেঙ্কটেশ বলেন, 'আমি বরাবর বলেছি, মধ্যপ্রদেশ, আইপিএল বা ভারত, যে দলেই খেলি না কেন সেখানে নেতা হতে চাই। নেতা হিসাবে আমার ভাবনা, পরামর্শ বাকিদের দিতে চাই। তার জন্য অধিনায়কের তকমা থাকার দরকার পড়ে না। আমি বরাবর সাজঘরে নেতা হতে চাই। যদি অধিনায়কত্বের দায়িত্ব আসে, তা হলে কেকেআরকে নেতৃত্ব দিতে পেরে সম্মানিত হব।'


promotional_ad

আইপিএল ক্যারিয়ারের চারটি মৌসুমই কলকাতার জার্সি গায়ে খেলেছেন ভেঙ্কটেশ। গত আসরে ৪৬.২৫ গড় ও ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ৩৭০ রান করেছিলেন তিনি। ২০২১ সালে রানার্স আপ হওয়ার আসরেও তিনি করেছিলেন ঠিত ৩৭০ রানই। কলকাতার ভালো পারফরম্যান্সে বরাবরই অবদান থাকে তার।


যদিও ভারতের জার্সি পরাই তার কাছে সবচেয়ে মূল্যবান বলে জানিয়েছেন ভেঙ্কটেশ, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত দেশে ফেরার পর আপনারা সবাই মিলে দেশব্যপী উল্লাস দেখেছেন। কে সেই দলের অংশ হতে না চায়! কে ভারতীয় দলে জার্সি পরতে না চায় বলুন! অর্থ এবং দক্ষতার বাইরেও ক্রিকেটে অনেক জিনিস রয়েছে। তাই জন্যই খেলাটাকে আমরা এত ভালবাসি।'


'সেটাকে আবেগ বলে। আমরা ক্রিকেট খেলা শুরু করার সময় এত অর্থ ছিল না। তবে ভারতের খেলা দেখার সুবাদে এই জার্সির মাহাত্ম্য অনেক আগে থেকেই জানতাম। স্বপ্ন দেখি দেশের হয়ে ভালো খেলার পর লোকে আমার জন্য চিৎকার করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball