promotional_ad

ব্রুকের সেঞ্চুরির পর পেসারদের দাপটে এগিয়ে ইংল্যান্ড

সংগৃহীত
হ্যারি ব্রুকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। ক্রাইস্টচার্চে আগের টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন ১৭১ রান। এবার ওয়েলিংটনেও সেঞ্চুরি পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। তার সেঞ্চুরির ম্যাচে অবশ্য সংগ্রহ বেশি বড় করতে পারেনি ইংল্যান্ড। ২৮০ রান করেছে দলটি। তবে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ১৯৪ রানে এগিয়ে আছে ইংল্যান্ড।

promotional_ad

ওয়েলিংটনে ইংল্যান্ডের চার পেসারের আক্রমণে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। ৮৬ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্রাইডন কার্স দুটি এবং ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস নিয়েছেন একটি করে উইকেট।


আরো পড়ুন

‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’

৭ মার্চ ২৫
কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে বেন স্টোকস, ইসিবি

ডেভন কনওয়েকে ১১ রানে বিদায় করে ইংল্যান্ডের হয়ে উইকেটের খাতা খোলেন অ্যাটকিনসন। দলীয় ৫৩ রানে ১৭ রান করা টম লাথামকে বোল্ড করেন স্টোকস। এর একটু পর তিন রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান ওকস।


পরপর দুই ওভারে কার্স ফেরান কেন উইলিয়ামস এবং ড্যারিল মিচেলকে। উইলিয়ামসন ব্যাটে আসে ৩৭, মিচেল করেন ছয় রান। দুজনই উইকেটরক্ষক অলি পোপকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন।



promotional_ad

এর আগে ব্রুকের টানা দ্বিতীয় সেঞ্চুরিতেও ইনিংস বড় করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটিতে নিজস্ব ঘরানার বাজবল খেলে ওভারপ্রতি পাঁচের ওপর রান তারা ঠিকই তুলেছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে চার উইকেট হারায় দলটি।


আরো পড়ুন

আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক

১ ঘন্টা আগে
শিরোপা জয়ের পর হার্দিক, আইসিসি

দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে যথাক্রমে ১৭ ও শূন্য রানে ফেরান হেনরি। এরপর জ্যাকব বেথেলকে ১৬ এবং জো রুটকে তিন রানে ফেরান স্মিথ। তারপর পোপের সঙ্গে ১৭৪ রানের বড় জুটি গড়েন ব্রুক।


উইলিয়াম ও'রুর্কি'র বলে ফেরার আগে ৭৮ বলে ৬৬ রান করেন পোপ। দলীয় ২১৭ রানে এই জুটি ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশ লোয়ার অর্ডারও। ২১ রানে দলটি হারায় শেষ চারটি উইকেট।



স্মিথের থ্রো'তে রানআউট হওয়ার আগে ১১টি চার ও পাঁচটি ছক্কায় ১১৫ বলে ১২৩ রান করেন ব্রুক। কিউই পেসার স্মিথ চারটি, ও'রুর্কি তিনটি এবং হেনরি দুটি উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball