৩ মাস পর ইংল্যান্ড দলে ফিরলেন বাটলার, নতুন মুখ জাফার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
২২ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পায়ের চোট কাটিয়ে প্রায় তিন মাস পর ইংল্যান্ড দলে ফিরেছেন অধিনায়ক জস বাটলার।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পায়ের পেশিতে চোট পাওয়ায় আর খেলা হয়নি বাটলারের। তিনি না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ফিল সল্ট এবং হ্যারি ব্রুক নেতৃত্ব দেন।

এবার লম্বা সময় পর মাঠে ফিরতে যাচ্ছেন বাটলার। তবে উইকেটের পেছনে তিনি দাঁড়াবেন কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ১৪ সদস্যের এই স্কোয়াডে চমক জাফার চৌহান।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
ভাইটালিটি ব্লাস্টে দ্যুতি ছড়িয়ে ইংল্যান্ডের জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ এই লেগস্পিনার। সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নেন জাফার। এর মধ্যে ডারহামের বিপক্ষে ১৪ রানে নেন ৫ উইকেট।
মূলত সেই ম্যাচেই ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেন ২২ বছর বয়সী ক্রিকেটার। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই জাতীয় দলের দুয়ার খুললেন তিনি। একই সাথে এই দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ড্যান মুজলি এবং জন টার্নার। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ পাননি তারা।
অ্যান্টিগায় আগামী ৩১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচটি হবে ২ নভেম্বর। বারবাডোজে ৬ তারিখ হবে সিরিজের শেষ ম্যাচ। এই মাঠেই অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি (৯ ও ১০ নভেম্বর)। সেন্ট লুসিয়ায় শেষ তিনটি টি-টোয়েন্টি হবে ১৪, ১৬ ও ১৭ নভেম্বর।
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফার চৌহান, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।