promotional_ad

আফ্রিদি-নাসিমদের উইকেটের অজুহাত দিতে মানা করছেন সালমান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

৮ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হার মেনে নিতে পারছেন না সালমান বাট। পাকিস্তানের পেস বোলারদের অজুহাত দিতে মানা করছেন সাবেক এই অধিনায়ক। এই ম্যাচে পাকিস্তানের পেসারদের চাইতে বাংলাদেশের পেসারদের এগিয়ে রাখছেন তিনি।


পাকিস্তানের হয়ে এই ম্যাচে খেলেন চার পেসার। শাহীন শাহ আফ্রিদির সঙ্গে ছিলেন নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এদের মধ্যে খুররম বাদে সবারই সমালোচনা করেন সালমান।



promotional_ad

এদিকে এই ম্যাচের একাদশে ছিলেন না আবরার আহমেদ বা নোমান আলীর মতো বিশেষজ্ঞ কোনও স্পিনার। এটার সমালোচনাও করেন সালমান। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। হারের অন্যতম কারণ হিসেবে এটাকেও দায়ী করেন সালমান।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যাওয়াটাও মানতে পারেননি তিনি। তবে বাংলাদেশের বোলারদের এই ম্যাচে পুরোপুরিভাবেই এগিয়ে রাখছেন সাবেক এই ওপেনার। পাকিস্তানের বোলারদের থেকে বাংলাদেশের বোলারদের ফিটনেসকেও এগিয়ে রাখছেন সালমান।


তিনি বলেন, 'কই থেকে শুরু করব? চার পেস বোলার খেলানো, ইনিংস ঘোষণা করে দেয়া, বোলারদের লাইন- লেংথ- সবই বাজে হয়েছে। আমার মনে হয় এবারই প্রথম বাংলাদেশের বোলারদের গতির গড় আমাদের বোলারদের থেকে বেশি ছিল। তারা আমাদের থেকে ফিট ছিল। আমাদের জুনিয়র ফাস্ট বোলাররাও আমাদের সিনিয়রদের থেকে ভালো ছিল।'



'আমাদের দল অনেকগুলো ভুলই করেছে। আমরা আসলেই কই থেকে শুরু করব? উইকেট কোনো বিষয় নয়। আমাদের বোলারদের বোলিংয়ের মান খারাপ ছিল। আমাদের বোলিং কোচ বলেছে তিনি নাকি মনমতো উইকেট পাননি। বোলাররাও বলেছে উইকেট ভালো নয়। এটার মানে কী? পাকিস্তান যেখানে দুই সেশনে অলআউট হয়ে গেছে!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball