আফ্রিদি-নাসিমদের উইকেটের অজুহাত দিতে মানা করছেন সালমান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
৮ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হার মেনে নিতে পারছেন না সালমান বাট। পাকিস্তানের পেস বোলারদের অজুহাত দিতে মানা করছেন সাবেক এই অধিনায়ক। এই ম্যাচে পাকিস্তানের পেসারদের চাইতে বাংলাদেশের পেসারদের এগিয়ে রাখছেন তিনি।
পাকিস্তানের হয়ে এই ম্যাচে খেলেন চার পেসার। শাহীন শাহ আফ্রিদির সঙ্গে ছিলেন নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এদের মধ্যে খুররম বাদে সবারই সমালোচনা করেন সালমান।

এদিকে এই ম্যাচের একাদশে ছিলেন না আবরার আহমেদ বা নোমান আলীর মতো বিশেষজ্ঞ কোনও স্পিনার। এটার সমালোচনাও করেন সালমান। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। হারের অন্যতম কারণ হিসেবে এটাকেও দায়ী করেন সালমান।
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৩ ঘন্টা আগে
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যাওয়াটাও মানতে পারেননি তিনি। তবে বাংলাদেশের বোলারদের এই ম্যাচে পুরোপুরিভাবেই এগিয়ে রাখছেন সাবেক এই ওপেনার। পাকিস্তানের বোলারদের থেকে বাংলাদেশের বোলারদের ফিটনেসকেও এগিয়ে রাখছেন সালমান।
তিনি বলেন, 'কই থেকে শুরু করব? চার পেস বোলার খেলানো, ইনিংস ঘোষণা করে দেয়া, বোলারদের লাইন- লেংথ- সবই বাজে হয়েছে। আমার মনে হয় এবারই প্রথম বাংলাদেশের বোলারদের গতির গড় আমাদের বোলারদের থেকে বেশি ছিল। তারা আমাদের থেকে ফিট ছিল। আমাদের জুনিয়র ফাস্ট বোলাররাও আমাদের সিনিয়রদের থেকে ভালো ছিল।'
'আমাদের দল অনেকগুলো ভুলই করেছে। আমরা আসলেই কই থেকে শুরু করব? উইকেট কোনো বিষয় নয়। আমাদের বোলারদের বোলিংয়ের মান খারাপ ছিল। আমাদের বোলিং কোচ বলেছে তিনি নাকি মনমতো উইকেট পাননি। বোলাররাও বলেছে উইকেট ভালো নয়। এটার মানে কী? পাকিস্তান যেখানে দুই সেশনে অলআউট হয়ে গেছে!'