আন্তর্জাতিক ক্রিকেট থেকে শোয়েব মালিকের অবসর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শোয়েব মালিক। এর মধ্যে দিয়ে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি।
এরপর ২০০১ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে পাকিস্তান দলের নিয়মিত ??দস্য হয়ে ওঠেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেছেন মালিক।

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন মালিক। সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। আর তাতেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান।
সীমিত ক্রিকেটের মনোযোগ দিতে ২০১৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মালিক। এরপর ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেকেও বিদায় বলে দেন এই অলরাউন্ডার। মালিক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে।
যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তিন বছর পাকিস্তানের জার্সিতে ব্রাত্য থাকার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার। সম্প্রতি এক টিভি শোতে কথা বলতে গিয়ে মালিক জানান পাকিস্তানের হয়ে খেলার আর আগ্রহ নেই তার।
এ প্রসঙ্গে মালিক বলেছেন, ‘অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।’
জাতীয় দলের হয়ে কোচিং করানোর কোনো আগ্রহ নেই মালিকের। তবে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চান তিনি। মালিক বলেছেন, ‘জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে চাই। আশা করি, শোয়েব মালিকের স্তরের চাকরির অফার ভবিষ্যতে পাব।’