গম্ভীরের পারিশ্রমিক এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের হেড কোচ হিসেবে মঙ্গলবার নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। তার সঙ্গে মাসখানেক ধরেই যোগাযোগ করে এসেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এখনও গম্ভীরের পারিশ্রমিক চূড়ান্ত করেনি বিসিসিআই।


গম্ভীর নিজেই নাকি বিসিসিআইকে জানিয়েছেন, পারিশ্রমিক নিয়ে ভাবছেন না তিনি। তবে পছন্দ মতো সাপোর্ট স্টাফদের দলে নেয়ার দিকেই আপাতত মনোযোগ তার। ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ।


promotional_ad

বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল।'


'দলে যোগ দেয়ার সময়েও রবির সঙ্গে কোনও চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠান্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই।'


জানা গিয়েছে, গম্ভীরকে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ বাছার অনুমতি দেয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরই বলেছিলেন।


এদিকে ব্যাটিং কোচ হিসেবে গম্ভীরের পছন্দ তার কলকাতা নাইট রাইডার্সের সহকারী অভিষেক নায়ারকে। বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম প্রস্তাব করেছেন তিনি। আর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে পছন্দ তার। শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন গম্ভীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball