অধিনায়ক নয়, কোচ ও টিম ম্যানেজারের রিপোর্ট পেয়েছেন পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপের আগে সবাইকে দেখে নিতে চেয়েছিলেন লিটন

৫ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে লিটন দাস, বিসিবি

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দলের পারফরম্যান্স রিপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেয়া রিপোর্ট এখনো পাননি দেশের ক্রিকেটের এই ক্রীড়া মন্ত্রী।


এখন পর্যন্ত বিসিবি সভাপতি যে দুটি রিপোর্ট পেয়েছেন সেগুলো কোচ এবং টিম ম্যানেজারের। এর মধ্যে কোচ চান্ডিকা হাথুরুসিংহের রিপোর্ট এখনও খুলে দেখা হয়নি পাপনের। আজই সেই রিপোর্টগুলো দেখা শুরু করবেন বলে জানিয়েছেন পাপন।


promotional_ad

গণমাধ্যমকে তিনি বলেন, 'প্রথম কথা হচ্ছে ক্যাপ্টেনের কোন রিপোর্ট আমি পাইনি। সুতরাং রিপোর্ট এখনো পর্যন্ত আমি পাইনি, দিস ইস নাম্বার ওয়ান। আমি ম্যানেজারের রিপোর্টটা পেয়েছি এবং খুব সম্ভবত গতকালকে একটা বড় রিপোর্ট এসেছে কোচের। ওটা এখনো আমার দেখা হয়নি, ওটা আজকে দেখা শুরু করব, সো এই দুইটা জানি৷'


‘আপনারা যে বলছেন এটার সাথে কোন মিল নেই দিস ইজ নাম্বার ওয়ান। আপনারা কিসের ভিত্তিতে বলছেন আমি জানিনা এরকম কোন কথাই বলে নাই৷ দুইটা রিপোর্ট এসেছে একটা টিম ম্যানেজারের পক্ষ থেকে আরেকটা কোচের।’


গেল বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। সুপার এইটে অবশ্য ভালো কিছু উপহার দিতে পারেনি শান্তর দল।


অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে হেরে বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে আফগানিস্তানকে একটি সমীকরণ ঠিক রেখে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করে নিতে পারত বাংলাদেশ। রিপোর্ট এখনও না দিলেও পাপনের সঙ্গে কথা হয়েছে শান্তর।


পাপন বলেন, 'ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে। আমি সবগুলো না পড়ে এবং বোর্ডের সাথে আলাপ না করে আমি বাইরে বলতে পারব না এটা। অধিনায়কের সাথে যেটা কথা হয়েছে সে বলেছে কোন সমস্যা নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball