কানাডা লিগে রিশাদ-সাইফউদ্দিন, নতুন ঠিকানায় সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। ব্র্যাম্পটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ।
আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেললেও এবার বাঁহাতি এই অলরাউন্ডার খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়।
গেল আসরে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবার সাকিব দল বদলে গেলেন নতুন ঠিকানায়। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে টানে বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র্যাঞ্চাইজি।
এটি গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ আসর। এরপর দলটি দলে ভেড়ায় পাকিস্তানের ইফতিখার আহমেদকে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, নামিবিয়ার ডেভিড ভিসাও খেলবেন সাকিবের দলে।
অন্যদিকে সাকিব ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন এই লিগে। তারা হলেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। মন্ট্রিয়ল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফউদ্দিনকে। অন্যদিকে, টরন্টো ন্যাশনালস ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
সাকিব, লিটনের পর এবার কানাডা লিগে ডাক পেলেন সাইফউদ্দিন-রিশাদ। এবারই প্রথম তারা খেলবেন কোনো বিদেশি লিগ। চলতি বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সের সুবাদেই কানাডা লিগে দল পেলেন রিশাদ।
তরুণ এই লেগ স্পিনার সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আছেন সেরা দশে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিশাদ উইকেট দখলে নিয়েছেন মোট ৯ টি। রিশাদ সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন শাহীন শাহ আফ্রিদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোরা।
এদিকে, মন্ট্রিয়ল টাইগার্স দলে সাইফউদ্দিনের সতীর্থ কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক। আসন্ন ৪র্থ সংস্করণে দলটির নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার ক্রিস লিনকে।