'কখনই আশা করি না যে ৭ জন ব্যাটারই ভালো খেলবে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে প্রথম ম্যাচে জেতানোর অন্যতম নায়ক ছিলেন তাওহীদ হৃদয়। পাশাপাশি পারফর্ম করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। হৃদয় ২০ বলে ৪০ ও মাহমুদউল্লাহ খেলেছিলেন ১৩ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ না জিতলেও এই দুজনই ব্যাট হাতে পারফরম্যান্স করেছেন।
হৃদয়ের ২৪ বলে ৩৭ ও মাহমুদউল্লাহর ২৭ বলে ২০ রানের ইনিংসে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এদিকে লিটন দাস প্রথম ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেছিলেন ৩৮ বলে ৩৬ রানের। সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৯ রান করে আউট হয়ে যান এই ব্যাটার।

বাকিদের প্রায় কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন যে ভালো খেলবেন তার খেলাটা শেষ করে আসা উচিত। দুই ম্যাচে ২-৩ জন ভালো করেছেন। তাই বাকিদের কাছ থেকেও ভালো পারফরম্যান্সের আশায় আছেন শান্ত।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, 'সত্যি কথা বললে ২-৩ জন ভালো ব্যাটিং করছে। যদি ওইভাবে চিন্তা করা যায় লিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় এখন পর্যন্ত ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো ছন্দে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করছে ওইদিনটাতে ওর খেলা শেষ করা গুরুত্বপূর্ণ।'
তিনি কখনও আশা করেন না দলের ৭জন ব্যাটারই ভালো খেলবেন। টপ অর্ডার বা মিডল অর্ডারে যারাই ভালো করুক তাদের ম্যাচ শেষ করে আসার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্য টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বেশি ভালো পারফরম্যান্সের আশাবাদী শান্ত।
তিনি বলেছেন, 'আমি কখনই আশা করি না যে ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটারটা থিতু হচ্ছে সেটা টপ অর্ডারে হতে পারে, মিডল অর্ডারে হতে পারে ও যেন খেলাটা শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো। আমি চাই যে সে ব্যাটার সেট হচ্ছে সে যেন খেলাটা শেষ করে।'