ক্রিকেটারদের পর শ্রীলঙ্কার সংসদেও আইসিসির সমালোচনা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানা। ক্রিকেটারদের পর অব্যবস্থাপনা নিয়ে কথা উঠেছে দেশটির সংসদেও। যেখানে আইসিসির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।
বিশ্বকাপের শুরু থেকেই সূচি ও লজিস্টিকাল বিষয় নিয়ে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে মায়ামি থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তাদের। তবে বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় হওয়ায় রাত ৮ টার পরিবর্তে হাসারাঙ্গা, কুশল মেন্ডিসরা বিমানে ওঠে ভোর ৫ টায়। ভ্রমণ ক্লান্তির কারণে প্রভাব পড়েছে তাদের অনুশীলনেও।

ম্যাচের আগেরদিন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করে লঙ্কানরা। ব্যস্ত সূচির সঙ্গে হোটেলও একটা বড় সমস্যা ছিল। শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে। যে কারণে ম্যাচের দিন ভোর ৫ টায় উঠে মাঠে আসতে হয়েছেও বলে জানিয়েছিলেন তারা।
এরপর ম্যাচ শেষে তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন শেষ করতে হয়েছে থিকশানাকে। এদিকে এবারের বিশ্বকাপের ভিন্ন চারটি ভেন্যুতে গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটা নিউ ইয়র্কে খেলার পর বর্তমানে তারা রয়েছে ডালাসে। যেখানে ৮ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এরপর ফ্লোরিডা এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েও খেলতে হবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।
এমন কিছু নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটাররা। এবার সেটি উঠে এসেছে তাদের দেশের সংসদের আলোচনায়। বিরোধী দলের নেতা প্রেমাদাসার দাবি, শ্রীলঙ্কার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। যা লঙ্কানদের ফলাফলে প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে প্রেমাদাসা বলেন, ‘কেবল আমাদের দলের জন্য কেন এমন সৎমায়ের মতো আচরণ? প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দিলে আমরা জয় আশা করতে পারি না। এটি তাদের ফলাফলকে প্রভাবিত করবে।’