কাউন্টি খেলতে গিয়ে বিশ্বকাপ হারালেন হোল্ডার, বদলি ম্যাকয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোটের কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেলেন জেসন হোল্ডার। তারকা এই অলরাউন্ডারের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে জায়গা পেলেন ওবেদ ম্যাকয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওরচেস্টারশায়ারের হয়ে খেলছিলেন হোল্ডার। চলতি মাসের শুরুতে কেন্টের বিপক্ষে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর চোটে পড়েন হোল্ডার। তবে তারকা এই অলরাউন্ডার কী ধরনের চোটে পড়েছেন কিংবা সেরে উঠতে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে সিডব্লিউসির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘জেসন (হোল্ডার) আমাদের দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার। সন্দেহাতীতভাবে তার অনুপস্থিতি আমাদের মাঠে ও মাঠের বাইরে ভোগাবে। দ্রুতই পুরোপুরি ফিট জেসনকে আবারও আমাদের সঙ্গে পাওয়ার জন্য মুখিয়ে আছি।’
হোল্ডারের বদলি হিসেবে সুযোগ পাওয়া ম্যাকয় সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। এ ছাড়া বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যার ফলে ম্যাকয়ের সামর্থ্যের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন হেইন্স।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জেসনের সামর্থ্যের একজনকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। আমরা ওবেদ ম্যাকয়ের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। ওবেদ স্কিল ও পারফম্যান্স দিয়ে তার ছাপ রেখেছে। যখনই সে সুযোগ পেয়েছে তখনই আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভা দেখিয়েছে। আমরা বিশ্বাস করি সে আমাদের দলে আলাদা একটা শক্তি জোগান দেবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল- রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ওবেদ ম্যাকয়, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
রিজার্ভ- কাইল মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ, আন্দ্রে ফ্লেচার।